বিরাট কোহলি

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার পরই খারাপ খবর পেলেন বিরাট কোহলি! জেনে নিন বিস্তারিত

ঘোষিত হয়ে গিয়েছে ভারতের আসন্ন টি-২০ বিশ্বকাপের দল। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দলে স্বমহিমায় জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। আইপিএলে নিজের সেরাটা তুলে ধরার পর কোহলির দলে সুযোগ পাওয়া নিয়ে কোনও সংশয়ও ছিল না।
ঘোষিত হয়ে গিয়েছে ভারতের আসন্ন টি-২০ বিশ্বকাপের দল। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দলে স্বমহিমায় জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। আইপিএলে নিজের সেরাটা তুলে ধরার পর কোহলির দলে সুযোগ পাওয়া নিয়ে কোনও সংশয়ও ছিল না।
টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেলেও এবার ধাক্কা খেতে হল বিরাট কোহলিকে। কারণ আইপিএলে নিজের সিংহাসন হারিয়েছেন আরসিবির মহাতারকা। কোহলির অরেঞ্জ ক্যাপ আপাতত ছিনিয়ে নিয়েছেন সিএসকের টি-২০ বিশ্বকাপে সুযোগ না পাওয়া ব্যাটার।
টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেলেও এবার ধাক্কা খেতে হল বিরাট কোহলিকে। কারণ আইপিএলে নিজের সিংহাসন হারিয়েছেন আরসিবির মহাতারকা। কোহলির অরেঞ্জ ক্যাপ আপাতত ছিনিয়ে নিয়েছেন সিএসকের টি-২০ বিশ্বকাপে সুযোগ না পাওয়া ব্যাটার।
আইপিএলের শুরু থেকেই নিজের চেনা ছন্দে পাওয়া গিয়েছে বিরাট কোহলিষ আরসিবির পারফরম্যান্স খুব একটা ভাল না হলেও কথা বলেছে বিরাটের ব্যাট। শুরু থেকেই অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছিলেন কোহলি।
আইপিএলের শুরু থেকেই নিজের চেনা ছন্দে পাওয়া গিয়েছে বিরাট কোহলিষ আরসিবির পারফরম্যান্স খুব একটা ভাল না হলেও কথা বলেছে বিরাটের ব্যাট। শুরু থেকেই অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছিলেন কোহলি।
অপরদিকে, সিএসকের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও আইপিএলে ভাল ফর্মে রয়েছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সিএসকে হারেলও ৬২ রানের ইনিংস খেলে বিরাট কোহলিকে টপকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়।
অপরদিকে, সিএসকের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও আইপিএলে ভাল ফর্মে রয়েছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সিএসকে হারেলও ৬২ রানের ইনিংস খেলে বিরাট কোহলিকে টপকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়।
এখনও পর্যন্ত আইপিএলে ১০টি ম্যাচ খেলে ৫০০ রান করেছেন বিরাট কোহলি। অপরদিকে, ১০ ম্যাচ খেলে ঋতুরাজ গায়কোয়াড়ের রান ৫০৯। ব্যবধান খুব কম হওয়ায় আগামী দিনে আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে কোহলি ও ঋতুরাজের মধ্যে টানটান লড়াই দেখা যাবে সেকথা বলাই যায়।
এখনও পর্যন্ত আইপিএলে ১০টি ম্যাচ খেলে ৫০০ রান করেছেন বিরাট কোহলি। অপরদিকে, ১০ ম্যাচ খেলে ঋতুরাজ গায়কোয়াড়ের রান ৫০৯। ব্যবধান খুব কম হওয়ায় আগামী দিনে আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে কোহলি ও ঋতুরাজের মধ্যে টানটান লড়াই দেখা যাবে সেকথা বলাই যায়।