খেলা IPL 2025-Virat Kohli: বিরাটের বিরাট দাম! আইপিএলে ‘রেকর্ড’ দাম কোহলির! কত কোটি পাচ্ছেন, শুনে আঁতকে উঠবেন Gallery October 31, 2024 Bangla Digital Desk আবার তাঁকে কি আইপিএলে ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে? সত্যিই কি তেমন কিছু হতে পারে? এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই। কিন্তু আইপিএলের দুনিয়ায় সব কিছুই সম্ভব। তাই সব হিসেব উল্টে দিয়ে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন হিসেবে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)। শুধু তাই নয়, বিরাটকে এবার যে পরিমাণ টাকা দিল, তা রীতিমতো চমকে ওঠার মতো। গত মরসুমটা খারাপ গিয়েছে। কিন্তু বিরাটের কাছে আরসিবি (RCB) যেমন, আরসিবির কাছে তেমন বিরাট। বিশ্ব ক্রিকেটের সুপারস্টার আবার যে আরসিবি-র হটসিটে বসতে চলেছেন। আর তার আগেই আইপিএলের রিটেনশনে বিরাটকে ২১ কোটি টাকা দিয়ে রেখে দিল আরসিবি। আর আরসিবি বিরাটকে ২১ কোটি টাকা দিয়ে রেখে দিতেই আইপিএলের ইতিহাসে তৃতীয় দামী প্লেয়ার হিসেবে উঠে এলেন কোহলি। একই সঙ্গে নিকোলাস পুরানকেও ২১ কোটি টাকা দিয়ে রেখে দিল লখনউ সুপার জায়েন্ট। আইপিএলের ইতিহাসে এর আগে মিচেল স্টার্ককে সবচেয়ে বেশি ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। কিন্তু এবার তারা মিচেল স্টার্ককে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এদিকে, সানরাইজার্স হায়দরাবাদ ২৩ কোটি টাকা দিয়ে রিটেনশনে রেখে দিল হেনরিক ক্লাসেনকে। অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদ এর আগে প্যাট কামিন্সকে দিয়েছিল ২০.৫০ কোটি টাকা। কিন্তু এবার কোহলি যে পরিমাণ অর্থ পেলেন, তা দেখে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট দুনিয়ায়। ২০১৩ সালে আরসিবির ক্যাপ্টেন হয়েছিলেন বিরাট কোহলি। ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব সামলেছেন। এই পর্বে ১৪৩টা ম্যাচে টিমকে নেতৃত্ব দিয়েছেন বিরাট। তার মধ্য়ে ২০১৬ সালে খেতাব জেতার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন বিরাট। তিনি দায়িত্ব ছাড়ার পর ফাফ দু’প্লেসিকে দেওয়া হয় নেতৃত্ব। কিন্তু কাঙ্খিত সাফল্য আসেনি। তার মধ্যে ফাফের বয়স যথেষ্ট বেড়েছে। ৪০ পার করেছেন তিনি। তাঁর বিকল্প হিসেবে নতুন মুখের কথা ভাবা হচ্ছিল। কিন্তু এমন কাউকে টিম তুলে ধরতে চাইছিল, যিনি মুখ হবেন। টিমকে অনুপ্রাণিত করতে পারবেন। সমর্থকদের আবার ট্রফির স্বপ্ন দেখাতে পারবেন। বিরাটের থেকে ভাল নেতা আর কে হতে পারতেন।