শোনা যাচ্ছে, ইসিবি এই লিগকে ভারতের আইপিএলের মতো জনপ্রিয় করে তুলতে চাইছে। তবে এখনই তাড়াহুড়ো করতে রাজি নয় তারা।

আইপিএল ফ্রি-তে দেখার দিন শেষ! এবার কত টাকা করে লাগবে? বড় খবর

আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে বড় খবর। আর ফ্রি-তে স্মার্টফোনে দেখা যাবে না আইপিএল! এমনই ঘোষণা কার্যত হয়ে গেল রবিবার।
আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে বড় খবর। আর ফ্রি-তে স্মার্টফোনে দেখা যাবে না আইপিএল! এমনই ঘোষণা কার্যত হয়ে গেল রবিবার।
জিয়ো সিনেমায় আর দেখাবে না আইপিএল। শুধু আইপিএল নয়, আইএসএল বা ভারতের হোম সিরিজের মতো মেগা ইভেন্ট আর দেখা যাবে না ফ্রি-তে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতে ডিজনি এবং রিলায়েন্স এক হওয়ার পর শুধুমাত্র হটস্টার অ্যাপে খেলার লাইভস্ট্রিমিং করা হবে। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য এখনও করেনি ডিজনি বা জিও।
জিয়ো সিনেমায় আর দেখাবে না আইপিএল। শুধু আইপিএল নয়, আইএসএল বা ভারতের হোম সিরিজের মতো মেগা ইভেন্ট আর দেখা যাবে না ফ্রি-তে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতে ডিজনি এবং রিলায়েন্স এক হওয়ার পর শুধুমাত্র হটস্টার অ্যাপে খেলার লাইভস্ট্রিমিং করা হবে। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য এখনও করেনি ডিজনি বা জিও।
হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, লাইভস্ট্রিমিংয়ের ক্ষেত্রে হটস্টার বেশি দক্ষ। তাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি আছে। সেইসঙ্গে বিজ্ঞাপনের ‘টার্গেট’ পূরণের ক্ষেত্রেও হটস্টার দক্ষ।
হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, লাইভস্ট্রিমিংয়ের ক্ষেত্রে হটস্টার বেশি দক্ষ। তাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি আছে। সেইসঙ্গে বিজ্ঞাপনের ‘টার্গেট’ পূরণের ক্ষেত্রেও হটস্টার দক্ষ।
জানা গিয়েছে, ২০২৫ জানুয়ারি থেকেই ডিজনি প্লাস হটস্টারে লাইভ সম্প্রচার হতে পারে ম্যাচ। ফলে আইপিএল আর হয়তো ফোনে ফ্রি-তে দেখতে পাবেন না ক্রীড়াপ্রেমীরা।
জানা গিয়েছে, ২০২৫ জানুয়ারি থেকেই ডিজনি প্লাস হটস্টারে লাইভ সম্প্রচার হতে পারে ম্যাচ। ফলে আইপিএল আর হয়তো ফোনে ফ্রি-তে দেখতে পাবেন না ক্রীড়াপ্রেমীরা।
এতদিন পর্যন্ত ক্রীড়াপ্রেমীরা ফ্রি-তেই স্মার্টফোনে আইপিএল দেখতেন। এবার রিপোর্ট অনুযায়ী, যদি ডিজনি প্লাস হটস্টারে আইপিএল, আইএসএলের মতো ইভেন্টের লাইভ সম্প্রচার করা হয়, তাহলে টাকা লাগবে কিনা, তা স্পষ্ট নয়।
এতদিন পর্যন্ত ক্রীড়াপ্রেমীরা ফ্রি-তেই স্মার্টফোনে আইপিএল দেখতেন। এবার রিপোর্ট অনুযায়ী, যদি ডিজনি প্লাস হটস্টারে আইপিএল, আইএসএলের মতো ইভেন্টের লাইভ সম্প্রচার করা হয়, তাহলে টাকা লাগবে কিনা, তা স্পষ্ট নয়।
যদিও অনেকেই বলছেন, জিও সিনেমা থেকে আইপিএল সরে গেলে এবার থেকে আর ফ্রি-তে দেখতে পাবেন না খেলার মেগা ইভেন্টস। সেক্ষেত্রে সামান্য হলেও টাকা খরচ করতে হবে গ্রাহকদের।
যদিও অনেকেই বলছেন, জিও সিনেমা থেকে আইপিএল সরে গেলে এবার থেকে আর ফ্রি-তে দেখতে পাবেন না খেলার মেগা ইভেন্টস। সেক্ষেত্রে সামান্য হলেও টাকা খরচ করতে হবে গ্রাহকদের।