লাইফস্টাইল Cleaning Tips: মাইক্রোঅভেনে তেল চিটচিটে ভাব? কয়েকটা ঘরোয়া উপায় মানলেই নতুনের মতো চকচকে হয়ে উঠবে Gallery October 20, 2024 Bangla Digital Desk প্রযুক্তি নির্ভর দুনিয়ায় যন্ত্র ছাড়া আমাদের চলে না৷ শোওয়ার ঘর থেকে রান্নার ঘর, সবেতেই এর রমরমা৷ তেমনই এক নিত্যদিনের যন্ত্রের নাম মাইক্রোওয়েভ৷ আগে যদিও কেক তৈরি করতে, বেক করতেই মাইক্রোওয়েভ ব্যবহার করত৷ কিন্তু এখন খাবার গরম হোক বা ভাত তৈরি প্রতিদিনের কাজেই এর ব্যবহার৷ কিন্তু সমস্যা হল, খাওয়ার গরম করতে বা বেক করতে বেশ কিছু খাবার ভিতরে পড়ে যায়৷ ফলে মাইক্রোওয়েভ বেশ অপরিষ্কার থাকে৷ তবে কয়েকটা ঘরোয়া উপায়ে পরিষ্কার করা সম্ভব৷ একটি পাত্রের জলের সঙ্গে লেবুর রস এবং বেকিং সোডা মিশিয়ে নিন৷ তাতে কাপড় ভিজিয়ে নিন৷ সেই কাপড় দিয়ে মাইক্রোওয়েভের ভিতর ও বাইরের অংশ ভাল ভাবে মুছে নিন৷ এতে একেবারে মাইক্রোওয়েভের চিটচিটে ভাবও কাটবে৷ বার খুলে দেখবেন গায়ে জমাট বেঁধে রয়েছে৷ মোটা স্পঞ্জকে ভিজিয়ে স্টিমের উপর ভাল করে ঘষে নিন৷ দেখবেন তেল, মশলার দাগ নিমেষে গায়েব৷ একটি পাত্রের জলের সঙ্গে লেবুর রস এবং বেকিং সোডা মিশিয়ে নিন৷ তাতে কাপড় ভিজিয়ে নিন৷ সেই কাপড় দিয়ে মাইক্রোওয়েভের ভিতর ও বাইরের অংশ ভাল ভাবে মুছে নিন৷ এতে একেবারে মাইক্রোওয়েভের চিটচিটে ভাবও কাটবে৷ ওভেনের দরজা বন্ধ থাকায়, অনেক সময় পরিষ্কারের সময় ভিতরটা খুব একটা নজরে আসে না৷ কিন্তু দিনের পর দিন পরিষ্কার না করায়, তাই হয়ে ওঠে জীবাণুদের আঁতুড় ঘর৷ আর সেখানে খাবার গরম করলে সংক্রমণের ঝুঁকি আরও বৃদ্ধি পায়৷ তাই খুব কম সময়ে ঝকঝকে করে তুলুন এই যন্ত্রটিকে৷