IPL 2022 Auction: নিলাম শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিলেন সারা, সঙ্গে সঙ্গে ভাইরাল

#নয়াদিল্লি : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) শুরু এখনও হতে দেরি, কিন্তু আইপিএল নিলাম থেকে বাজার একেবারে গরম হয়ে গেছে নিঃসন্দেহে৷ আইপিএলের ১৫তম মরশুমের জন্য ক্রিকেটারদের নিলাম শেষ হয়ে গেছে৷ বেঙ্গালুরুতে আয়োজিত দুদিনের নিলামে মোট ২০৪ জন ক্রিকেটার বিক্রি হয়েছেন যার মধ্যে ৬৭ জন বিদেশি রয়েছেন৷ এই মেগা নিলামের দরুণ একাধিক ক্রিকেটার প্রত্যাশার চেয়ে অনেক বেশি দাম পেয়েছেন৷ তবে বহু ক্রিকেটারের ঝুলি খালি৷ এদিকে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)  ছেলে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) বিক্রি হলেন মাত্র ৩০ লক্ষ টাকায়৷ তাঁর বেসপ্রাইস ছিল ২০ লক্ষ টাকা৷

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত হওয়ার পর সচিন তেন্ডুলকরের   (Sachin Tendulkar)  ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)  মুম্বই ইন্ডিয়ান্সে  (Mumbai Indians) যোগ দেওয়ার পর নিজের সেরাটা দেওয়ার অঙ্গীকার করেছেন৷ তিনি এও জানিয়েছেন মাঠে নামার জন্য তিনি আর অপেক্ষা করতে পারছেন না৷ নিজের ভিডিওবার্তা দিয়েছেন অর্জুন তেন্ডুলকর৷

এদিকে আইপিএল সারা তেন্ডুলকর  (Sara Tendulkar) নিজের ভাইয়ের এই মুম্বই ইন্ডিয়ান্সের নির্বাচিত হওয়ায় দারুণ খুশি৷ তিনিও সোশ্যাল মিডিয়ায় নিজের ভাইয়ের ঘটনার জন্য স্টোরি শেয়ার করেছেন৷

IPL Auction 2022: watch video Arjun Tendulkar sold out 30 lakhs Mumbai Indians Sara Tendulkar reacts on instagram- Photo Courtesy- Instagram
IPL Auction 2022: watch video Arjun Tendulkar sold out 30 lakhs Mumbai Indians Sara Tendulkar reacts on instagram- Photo Courtesy- Instagram

সচিন পুত্র জানিয়েছেন তিনি ২০০৮ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যান৷ অর্জুন তেন্ডুলকর নিজের ভিডিওতে দল ও ফ্রাঞ্চাইজি মালিকদের ধন্যবাদ জানিয়েছন৷ সচিন পুত্র বাঁহাতি জোরে বোলার৷ তাছাড়াও তিনি অলরাউন্ডার৷ এর আগেও তিনি মুম্বই ইন্ডিয়ান্সেই ২০ লক্ষ টাকায় কিনেছিল৷

আসলে সারা ও সচিনের সম্পর্ক খুবই ভাল৷ তাই ভাই আইপিএল নিলাম থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়ায় দারুণ খুশি সারা তেন্ডুলকর৷

অর্জুন তেন্ডুলকরের জন্য গুজরাত টাইটান্সও নিলামে দর হেঁকেছিল, কিন্তু শেষ অবধি মুম্বই ইন্ডিয়ান্সই সচিন পুত্রকে পেয়ে যায়৷