West Bardhaman News: প্রশিক্ষণের অভাবেই কি ঠিকা শ্রমিকদের প্রাণ যাচ্ছে বারবার? উঠছে প্রশ্ন

আসানসোল, পশ্চিম বর্ধমান : দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ছবি অতীতেও দেখা গিয়েছে বারবার। আসানসোল হোক বা দুর্গাপুর, অথবা পানাগড় শিল্পতালুক – সব জায়গা থেকেই ঠিকা শ্রমিকদের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। দুর্ঘটনার শিকার হয়েছেন তাঁরা। গত রবিবার আসানসোলে একটি কারখানায় দুই শ্রমিকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে।

কেন বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন ঠিকা শ্রমিকরা? সঠিক প্রশিক্ষণের অভাবেই কি এমন অবস্থা? বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, ঠিকা শ্রমিকদের সঠিক প্রশিক্ষণের অভাব, তাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে অনেক সময়। এঁদের বিভিন্ন কাজে, বিভিন্ন কারখানায় ব্যবহার করা হয়। কিন্তু সেই অর্থে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকে না। যার ফলে বিপদে পড়তে হয় তাদের।

আরও পড়ুন:  লাউ-কুমড়ো নয়, এই সবজির পাতাই বহু সমস‍্যার ব্রহ্মাস্ত্র! ব্রণ, কোষ্ঠকাঠিন্য, মুখে দুর্গন্ধ, হাজার রোগের সমাধান বাড়িতেই

বিশেষজ্ঞরা বলছেন, ঠিকা শ্রমিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। কিন্তু তারা কাজ করতে করতেই সেই কাজ শিখতে পারেন। তবে তাদের যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে তারা সেই কাজ সম্পর্কে যেমন অবগত হতে পারবেন, কাজে আসা বিপদ সম্পর্কে জানতে পারবেন। আগে থেকে তারা সতর্ক হতে পারবেন। তাছাড়াও শ্রমিক নিরাপত্তার দিকে কারখানা কর্তৃপক্ষগুলিরও আরও নজর দেওয়া উচিত বলে জানিয়েছেন তারা।

এছাড়াও, কর্মীরা যে ধর্মঘট করেছেন বিভিন্ন দাবিতে, সেখানেও শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার দাবি গুরুত্ব পেয়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, ঠিকা শ্রমিকদের সুরক্ষিত রাখতে তাদের সঠিক প্রশিক্ষণের প্রয়োজন আছে। পাশাপাশি যদি তাদের বিমার আওতায় আনা যায়, তাহলে তাদের পরিবারও কিছুটা সুরক্ষিত থাকবেন।