কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা, ২০২৩ সালের র্যাগিংকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর ঘটনার বিচার-সহ মোট সাত দফা দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ধরনায় বসছেন প্রতিবাদীরা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, স্কলার, গবেষক, অধ্যাপক, প্রাক্তনী এবং কর্মচারীরা এই প্রতিবাদে শামিল হবেন বলে সূত্রের খবর। এই মর্মে ইতিমধ্যেই গঠন করা হয়েছে নতুন একটি প্ল্যাটফর্ম— ‘জেইউ ফর জাস্টিস’।
যে সাত দাবিতে বৃহস্পতিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই নতুন সংগঠনের সদস্যেরা ধরনাতে বসছেন, সেগুলি হল—
* আরজি কর-কাণ্ডের বিচার এবং স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা চেয়ে জুনিয়র ডাক্তারেরা যে দাবি জানিয়েছেন, যাদবপুর তার সমর্থনে সোচ্চার। অবিলম্বে সেই দাবিগুলি পূরণ করতে হবে।
* অভয়া পরিক্রমা’র সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীদের গ্রেফতার করা হয়েছিল, অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
আরও পড়ুন: ‘মোরগ’ কোন দেশের ‘জাতীয় পাখি’ জানেন? অনেকেরই জানা নেই…! এবার আপনার পালা
* অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের নির্বাচন আয়োজন করতে হবে।
* যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিংকাণ্ডে ছাত্রমৃত্যুর ঘটনার তদন্ত এবং বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে।
* অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। সুবিচার নিশ্চিত করতে হবে। এই ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, তা জানতেও তদন্ত করতে হবে।
* যৌন হেনস্থার বিরুদ্ধে লিঙ্গ সংবেদনশীল কমিটি (জিএসসিএএসএইচ) গঠন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি) পুনর্গঠন করতে হবে। সেখানে যে অভিযোগগুলি ঝুলে রয়েছে, সেগুলি খতিয়ে দেখতে হবে।
* অ্যাকাডেমিক এবং নন-অ্যাকাডেমিক ক্ষেত্রে সম্প্রতি যে ফি বৃদ্ধি হয়েছে, তা কমিয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ফি কাঠামো আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে।
* থ্রেট কালচার’ বা ভয় দেখানোর রাজনীতি শুধু যাদবপুর নয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিশ্চিহ্ন করতে হবে।