বুধবার জামাইষষ্ঠী। জ্যৈষ্ঠমাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে সন্তানাদির সঙ্গে আপ্যায়ন করা হয় বাড়ির জামাইকেও।

Jamaisashthi 2024 Date and Time: রাত পোহালেই জামাই-আপ্যায়ন! বুধবার কত ক্ষণ থাকছে ষষ্ঠী তিথি? শাশুড়িরা জানুন নির্ঘণ্ট

বুধবার জামাইষষ্ঠী। জ্যৈষ্ঠমাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে সন্তানাদির সঙ্গে আপ্যায়ন করা হয় বাড়ির জামাইকেও।
বুধবার জামাইষষ্ঠী। জ্যৈষ্ঠমাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে সন্তানাদির সঙ্গে আপ্যায়ন করা হয় বাড়ির জামাইকেও।

 

এই তিথিতে মা ষষ্ঠীর থানে পুজো দেওয়ার পর সন্তান সন্ততি ও জামাইয়ের হাতে বেঁধে দেওয়া হয় তেলেহলুদে ছোপানো সুতো।
এই তিথিতে মা ষষ্ঠীর থানে পুজো দেওয়ার পর সন্তান সন্ততি ও জামাইয়ের হাতে বেঁধে দেওয়া হয় তেলেহলুদে ছোপানো সুতো।

 

ব্রতকথা পাঠ করার পর তালপাতার পাখার সঙ্গে গুচ্ছ বাঁধা ভিজে দূর্বাঘাসের সুশীতল বাতাস দেওয়া হয়।
ব্রতকথা পাঠ করার পর তালপাতার পাখার সঙ্গে গুচ্ছ বাঁধা ভিজে দূর্বাঘাসের সুশীতল বাতাস দেওয়া হয়।

 

দৃকসিদ্ধ পঞ্জিকা অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫.২৮ মিনিটেই শুরু হচ্ছে ষষ্ঠী তিথি।
দৃকসিদ্ধ পঞ্জিকা অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫.২৮ মিনিটেই শুরু হচ্ছে ষষ্ঠী তিথি।

 

অরণ্যষষ্ঠী বা জামাইষষ্ঠী তিথি থাকবে বুধবার সন্ধ্যা ৭.১৬ মিনিট পর্যন্ত।
অরণ্যষষ্ঠী বা জামাইষষ্ঠী তিথি থাকবে বুধবার সন্ধ্যা ৭.১৬ মিনিট পর্যন্ত।

 

দীর্ঘ ক্ষণ পর্যন্ত জামাইষষ্ঠী তিথি থাকায় শাশুড়িরা অনেক সময় পাচ্ছেন জামাইকে যত্ন করে আপ্যায়ন করার।
দীর্ঘ ক্ষণ পর্যন্ত জামাইষষ্ঠী তিথি থাকায় শাশুড়িরা অনেক সময় পাচ্ছেন জামাইকে যত্ন করে আপ্যায়ন করার।