Jammu and Kashmir Assembly Election: বৈঠকের পরেই সিদ্ধান্ত! জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

জম্মু ও কাশ্মীর: বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে তিন দফায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে জম্মু ও কাশ্মীরে৷ ৩৭০ ধারা তুলে নেওয়ার পরে এই প্রথম ভোট৷ স্বাভাবিকভাবেই সেই ভোট ঘিরে উত্তেজনা ও প্রস্তুতিও তুঙ্গে৷

এর মধ্যেই সোমবার, ২৬ অগাস্ট জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি৷ প্রথম তালিকায় নাগরোটা থেকে তিনবারের বিধায়ক দেবেন্দর সিং রানাকে প্রার্থী করেছে পদ্ম শিবির। এই তালিকায়, দলের মোট ৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে৷ প্রথম দফার জন্য ১৫ জন, দ্বিতীয় দফায় ১০ জন এবং তৃতীয় দফার ভোটের জন্য ১৯ জনের নাম রয়েছে তালিকায়।

আরও পড়ুন: কংগ্রেসের ‘হাত’ ধরলেন ফারুক, কাশ্মীরে ভোটের আগে রহস্য বাড়িয়ে জোট ন্যাশনাল কনফারেন্সের

জম্মু অঞ্চলে বিজেপির শক্ত ঘাঁটি ছাড়াও পাম্পোর, সোপিয়ান, অনন্তনাগ পশ্চিম এবং অনন্তনাগ সহ কয়েকটি নির্বাচনী এলাকায় তাদের প্রার্থী দিয়েছে বিজেপি। জম্মু পশ্চিম এবং জম্মু পূর্ব থেকে যথাক্রমে অরবিন্দ গুপ্ত ও যুধবীর শেঠিকে প্রার্থী করা হয়েছে।

আরও পড়ুন: অবশেষে ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে, দিল্লি থেকে দিন ঘোষণা কমিশনের, ভোট হরিয়াণাতেও

নির্বাচনের জন্য দলের প্রার্থী চূড়ান্ত করতে রবিবার সন্ধ্যায় (২৫ অগাস্ট) বৈঠক করে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। কেন্দ্রশাসিত অঞ্চলে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর তিনটি ধাপে নির্বাচন হতে চলেছে। ভোট গণনা ৪ অক্টোবর নির্ধারিত হয়েছে।

ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে ৭টি আসনে প্রার্থী দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও৷ ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লা বৃহস্পতিবার জানিয়েছেন তাঁরা ৯০ আসনে কংগ্রেসের সঙ্গে জোটসঙ্গী হিসাবে লড়বে।