Bumrah: বিশ্বকাপের ট্রেনিং শুরু বুমরাহর, এবার অস্ত্রোপচার হবে শ্রেয়স আইয়ারের

বেঙ্গালুরু: কয়েকদিন আগে থেকেই ট্রেনিং শুরু করে দিয়েছিলেন জসপ্রীত বুম। এবার বিসিসিআই জানিয়ে দিল সম্পূর্ণ পুরোদমের ট্রেনিং শুরু করছেন বুমরাহ। নিউজিল্যান্ড থেকে অস্ত্রোপচার করে ফেরার পর ৬ সপ্তাহ বিশ্রামে ছিলেন তিনি। যা করেছেন হালকা করেছেন। কোনও ব্যথা অনুভব করেননি। কিন্তু এবার একেবারে হাই ইনটেনসিটি ট্রেনিং শুরু করে দিলেন ভারতীয় ফাস্ট বোলার।

বুমরাহ যে আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে পারবেন না সেটা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। ভারতীয় বোর্ডের একমাত্র টার্গেট ছিল বুমরাহকে ঘরের মাঠে হতে চলা একদিনের বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট করে তোলা। সেই মতো অত্যন্ত সাবধানে এগিয়েছে তারা। প্রতিমুহূর্তে ডাক্তার এবং ফিজিওর পরামর্শ নেওয়া হয়েছে।

ভারতীয় সমর্থকদের জন্য খুশির খবর অনুশীলনে বল করার সময় কোনও অস্বস্তি অনুভব করেননি বুমরাহ। আসলে দেশের মাটিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে হলে বুমরাহকে সম্পূর্ণ ফিট রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতের। তবে আর কয়েকদিন পর কিছু অনুশীলন ম্যাচ খেলবেন তিনি। কারণ ফাস্ট বোলারকে সরাসরি বিশ্বকাপে নামিয়ে দেওয়া যায় না। ছন্দ খুঁজে পেতে সময় লাগে।

অস্ত্রোপচার হবে শ্রেয়স আইয়ারের। পরের ১০ দিনের মধ্যেই হবে এই অপারেশন। তারপর তাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নিয়ম অনুযায়ী থাকতে হবে। সেখানেই চলবে ফিট হয়ে ওঠার চেষ্টা। এমনিতেও শ্রেয়স বিশ্ব দেশ চ্যাম্পিয়নশিপ দলে খেলতে পারবেন না। তার জায়গায় রাহানের কথা ভাবা হচ্ছে।

রাহানেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঋষভ পন্থ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে খেলতে পারবেন না। তবে তিনিও চেষ্টা করছেন ফিট হয়ে ওঠার। কমপক্ষে এক বছর সময় ধরা হচ্ছে তার। ঋষভ পন্থকে নিয়ে অবশ্য কোনওরকম তাড়াহুড়ো করতে রাজি নয় বোর্ড। তার অনেক সময় পড়ে আছে।