ওয়েলিংটন: জসপ্রীত বুমরাহর যে ফের অস্ত্রোপচার হতে চলেছে সেটা জানাই ছিল। সেই মতো ব্যবস্থা শুরু করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের বিশ্বস্ত সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যেই অপারেশন করানোর জন্য বুমরাহ পৌঁছে গেছেন নিউজিল্যান্ডে। দুদিনের মধ্যে তার অস্ত্রোপচার সেরে ফেলা হবে। অপারেশন করবেন ডাক্তার রোয়ান শাউটেন। অতীতে এই ডাক্তার আর্চের এবং শেন বন্ডের সফল অপারেশন করেছেন।
এই মুহূর্তে স্পোর্টস মেডিসিনের খুব নামকরা সার্জেন তিনি। তাই দেশের ডাক্তারদের আগে এই কিউই ডাক্তারের ওপরেই ভরসা রেখেছে বিসিসিআই। গত ইংল্যান্ড সফরে চোট পেয়েছিলেন ভারতের নামী পেসার। সেই জন্যই এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে খেলতে পারেননি। টি ২০ বিশ্বকাপে একটি ম্যাচে খেললেও পরের ম্যাচ থেকেই ছিটকে গিয়েছিলেন।
? News Update!
Jasprit Bumrah reaches New Zealand for his back surgery#Cricket #CricketWinner #CricketTwitter— Cricket Winner (@cricketwinner_) March 4, 2023
বুমরাকে ওয়ান ডে বিশ্বকাপে খেলানোর জোর চেষ্টা চালানো হচ্ছে। তাই দেশের চিকিৎসকদের ওপর ভরসা না করে তাঁকে পাঠানো হল নিউজিল্যান্ডে। বুমরাহ থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য অনেক। বিশেষ করে ডেথ ওভারে তার রান আটকে রাখার যোগ্যতা অনেকের থেকে ভাল। নতুন বলেও উইকেট নিতে পারেন। তাই হাতে সময় কম থাকায় বুমরাকে বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ করে তুলতে কোনওরকম ফাঁক রাখতে চায় না বিসিসিআই।
শোনা যাচ্ছে বুমরার সঙ্গে গেছেন তার স্ত্রী সঞ্জনা গনেশন। শামি, সিরাজ এবং আরশদীপ তৈরি থাকছেন। কিন্তু বুমরাহ ফিরলে ভারতের শক্তি অনেকটাই বেড়ে যাবে। তাই নিজেদের সেরা অস্ত্রকে সেরা চিকিৎসা দিতে দেরি করেনি বিসিসিআই।