বিশ্বকাপের স্বপ্ন শেষ ভারতের ‘এই’ মহাতারকার! কে বলুন তো? চরম দুঃসংবাদ জয় শাহের

টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। আশঙ্কা আগেই ছিল। তবে এবার একেবারে পাকা খবর।
টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। আশঙ্কা আগেই ছিল। তবে এবার একেবারে পাকা খবর।
বিশ্বকাপে খেলার সময় গোড়ালিতে চোট পান শামি। সেই চোট সহজে সারেনি। তাঁক অস্ত্রোপচার করাতে হয়। পুরোপুরি সেরে উঠতে অনেকটা সময় লাগবে শামির।
বিশ্বকাপে খেলার সময় গোড়ালিতে চোট পান শামি। সেই চোট সহজে সারেনি। তাঁক অস্ত্রোপচার করাতে হয়। পুরোপুরি সেরে উঠতে অনেকটা সময় লাগবে শামির।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। সোমবার শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন,"শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।"
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। সোমবার শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন,”শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।”
আগেই জানা গিয়েছিল, শামিকে এখন টেস্ট বোলার হিসেবেই ভাবছে বোর্ড। তাঁকে টি২০ দলে আর খুব বেশি দেখা যাবে না।
আগেই জানা গিয়েছিল, শামিকে এখন টেস্ট বোলার হিসেবেই ভাবছে বোর্ড। তাঁকে টি২০ দলে আর খুব বেশি দেখা যাবে না।
শামির যে টি২০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম, সে আভাস আগেই পাওয়া গিয়েছিল। তবে এবার সেই খবরে সিলমোহর দিলেন বোর্ড সচিব জয় শাহ।
শামির যে টি২০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম, সে আভাস আগেই পাওয়া গিয়েছিল। তবে এবার সেই খবরে সিলমোহর দিলেন বোর্ড সচিব জয় শাহ।
গোড়ালির চোটের চিকিৎসা করতে লন্ডনেও গিয়েছেন মহম্মদ শামি। কবে ফের ২২ গজে ফিরবেন সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। তবে কিছুটা আভাস দিলেন জয় শাহ।
গোড়ালির চোটের চিকিৎসা করতে লন্ডনেও গিয়েছেন মহম্মদ শামি। কবে ফের ২২ গজে ফিরবেন সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। তবে কিছুটা আভাস দিলেন জয় শাহ।
শামি যে এবারের আইপিএলেও খেলতে পারবেন না, সে আভাসও ছিল আগেই।
শামি যে এবারের আইপিএলেও খেলতে পারবেন না, সে আভাসও ছিল আগেই।
শামির না থাকাটা ভারতের কাছে চাপের। তবে চোটের জন্য গুরুত্বপূর্ণ সময়ে মাঠের বাইরে থাকাটা তাঁর কাছে আরও বড় হতাশার।
শামির না থাকাটা ভারতের কাছে চাপের। তবে চোটের জন্য গুরুত্বপূর্ণ সময়ে মাঠের বাইরে থাকাটা তাঁর কাছে আরও বড় হতাশার।