Jungkook of BTS: ‘নাটু নাটু’-র কী মহিমা! রাজামৌলির ‘আরআরআর’-এর গানে বুঁদ BTS-এর জাংকুক

সিওল: দিন দুয়েক হল তিনি ইনস্টাগ্রাম ত্যাগ করেছেন। তবে সপ্তাহান্তের শুরুতেই অনুরাগীদের চমকে দিলেন জিওন জাংকুক। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের কনিষ্ঠতম সদস্য। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে উইভার্স অ্যাপে (এই অ্যাপের মাধ্যমে কে-পপ তারকারা তাঁদের অনুরাগীদের কাছে পৌঁছে যেতে পারেন) লাইভ এসেছিলেন তিনি। আর তখনই উলটপুরাণ!

বিটিএসের অনুরাগী সংখ্যা এ দেশে কিছু কম নয়। সাত তরুণ শিল্পীর তৈরি গানগুলি ভারতীয় অনুরাগীদের মুখে মুখে ফেরে। তবে এ বার পালা বদল। লাইভে ভারতীয় ছবি ‘আরআরআর’-এর গানে নেচে উঠতে দেখা গেল জাংকুককে।

ইদানীং অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতে মাঝেমধ্যেই লাইভে আসেন ২৫ বছর বয়সি গায়ক। তাঁদের সঙ্গে গল্প করেন। আবার গানও করে শোনান ইচ্ছা মতো। শুক্র-রাতে আচমকাই রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবিটির গান চালিয়ে দেন তিনি। মন দিয়ে শুনতে থাকেন গোল্ডেন গ্লোবস জয়ী সেই গান। ‘নাটু নাটু’র তালে শরীর দোলাতে দেখা যায় তাঁকে। বুঝতে বাকি থাকে না, ভারতের এই গান জাংকুকের মনে ধরেছে ইতিমধ্যেই।

 

আরও পড়ুন: সেনায় যোগ দেওয়ার পর প্রথম পোস্ট! এখন কেমন দেখতে হয়েছেন BTS- এর জিন

আরও পড়ুন: কলকাতায় বিটিএস! দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ডের গানে মাতোয়ারা অনুরাগীরা

সম্প্রতি জাংকুক উইভার্সে জানান, তিনি আর ইনস্টাগ্রাম ব্যবহার করবেন না। এ বার থেকে উইভার্সের মাধ্যমেই পৌঁছে যাবেন অনুরাগীদের কাছে। শুক্রবার রাতেই লাইভে এসে চমক দিলেন তিনি।

 

উল্লেখ্য ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছিলেন জাংকুক। তাঁর কণ্ঠে ‘ড্রিমার্স’-এ বুঁদ হয়েছিল গোটা বিশ্ব। এ বার ভারতীয় অনুরাগীদের বিশেষ উপহার দিলেন তরুণ গায়ক।

ইতিমধ্য়েই ‘নাটু নাটু’র ঝুলিতে এসেছে ‘গোল্ডেন গ্লোব’। এ বার ৯৫ তম আকাদেমি অ্যাওয়ার্ডসে ‘সেরা মৌলিক গান’ বিভাগে মনোনীত হয়েছে গানটি।