Junior Doctor’s Protest: ‘পঞ্চম এবং শেষ বৈঠকের ডাক’… গন্তব্য কালীঘাটে জুনিয়র ডাক্তাররা! কাটবে অচলাবস্থা?

কলকাতা: অবশেষে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন দুই স্টেনোগ্রাফার। কালীঘাটে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা। ইতিমধ্যেই আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা ‘কালীঘাটে কোনও সিদ্ধান্ত নেবেন না। ফিরে এসে সকলের সঙ্গে কথা বলে  সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁদের কথায়, ‘বৈঠকে আমাদের সঙ্গে থাকবেন স্টেনোগ্রাফার। প্রত্যেকটা জিনিস লেখা হবে। সই হবে। সেটা নিয়ে  ফিরব।’

সোমবার সকালেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের ডাক পেয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তরােরা। সব মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে পোঁছন তাঁরা। তবে এবারেও ছিল শর্ত। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে মুখ্যসচিবকে মেইল করা হয় ৩টে ৫৩ মিনিটে। সেখানে জানানো হয়,  ভিডিওগ্রাফি করতে হবে অথবা ভিডিও রেকর্ড করে তার কপি মিটিং শেষ হওয়ার মাত্রই ছাত্রদের দিতে হবে অথবা সমস্ত মিটিংয়ের বিবরণ দুপক্ষের সই-সহ তুলে দিতে হবে।

আরও পড়ুন: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ…! CBI ‘রিমান্ড কপিতে’ যা বেরিয়ে এল, চমকে দেবে!

রাজ্যের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের কাছে পাল্টা মেইল করে জানানো হয়,  জুনিয়র ডাক্তারদের যে তৃতীয় শর্ত, সেটা মেনেই বৈঠক হবে।অর্থাৎ মিটিংয়য়ের কার্যবিবরণী বা মিনিটসে দুপক্ষের সই থাকবে বলে জানানো হয়েছে। জুনিয়র ডাক্তারেরা তাঁরা কার্য বিবরণী লেখার লোক নিয়ে যান। সকলে সই করার পর সেটা তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

এক ঘণ্টা পরে সিজিও থেকে বের হলেন টালা থানার ওসির স্ত্রী! ‘আমাদের তলব করেনি…’ দাবি আইনজীবীর

সোমবার সকালেই আন্দোলনকারীদের ফের ডাকা হয় বৈঠকে। সোমবার বিকাল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক হবে। মুখ্যসচিব মনোজ পন্থের তরফ থেকে ইমেল পান জুনিয়র ডাক্তারেরা। জানানো হয়, সরকারের তরফ থেকে এটিই ‘পঞ্চম এবং শেষ চেষ্টা’।