কলকাতা: ডেডলাইনের আগেই স্বাস্থ-জট কাটাতে উদ্যোগী রাজ্য। শনিবার ধর্মতলায় অনশন মঞ্চে যান রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। শনিবার দুপুরে ধর্মতলায় অনশন মঞ্চে হাজির হন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। জুনিয়র ডাক্তাররা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন, মুখ্যসচিবের ফোন থেকে মুখ্যমন্ত্রীকে সেই সময়ে ফোন করেন।
মুখ্যমন্ত্রী এদিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার পাশাপাশি বার্তা দেন, “পরিকাঠামো উন্নয়নে ১১৩ কোটি টাকা দিয়েছি। সরকারি হাসপাতালে পরিষেবা পান গরীব মানুষরা , তারা কোথায় যাবেন? ইলেকশন এর জন্য ৪ মাস সময় চাইছি”। পাশাপাশি তিনি চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে বলেন, “আপনাদের দাবি ন্যায্য”। উপনির্বাচন এবং দীপাবলির পরে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! ছিটকে গেল লোকাল ট্রেনের শেষ কামরা, আতঙ্কে কাঁটা যাত্রীরা
ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধ করেন অনশন থেকে কাজে ফিরতে। জুনিয়র ডাক্তারদের দাবি মতো পরিকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক স্তরে রদবদলের যে কাজ হয়েছে তা-ও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। হাসপাতালের যা কাজ হয়েছে তার স্টেটাস রিপোর্ট দেখতে চান চিকিৎসকরা।