কলকাতা: রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে আবার চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা। অবিলম্বে কেন্দ্রীয় বেড মনিটর করার ব্যবস্থা চালু করা নিয়ে উল্লেখ করা হয়েছে চিঠিতে। জরুরি ভিত্তিতে সরকারি হাসপাতালে রোগীদের বেড কত প্রয়োজন, সেটা নির্ধারণ করে দ্রুত বেড বাড়ানোর কথাও বলা হয়েছে। স্বচ্ছতা ও গুরুত্ব সহকারে প্রতিনিয়ত দালাল প্রথা, হুমকি সংস্কৃতির অবসান ঘটাতে আর্জি জানানো হয়েছে চিঠিতে।
শুধু তাই নয়, ইমেলের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কী কী খামতি, তাও তুলে ধরা হয়েছে। সেন্ট্রাল রেফারেল সিস্টেমের জন্য পৃথক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার আবেদনও করা হয়েছে।
আরও পড়ুন: ধ্বংস কম চালালেও প্রাণ সেই কেড়েই নিল ‘দানা’! বাংলাতে মর্মান্তিক মৃত্যু, কোথায় ঘটল জানেন?
এছাড়া, কোন হাসপাতালে কী কী পরিষেবা পাওয়া যায়, তা সঠিকভাবে প্রদর্শিত করা হোক রোগীদের সামনে অর্থাৎ ডিসপ্লে বোর্ড লাগানো হোক হাসপাতালগুলিতে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অবিলম্বে এই সমস্ত ব্যবস্থা কার্যকর করার আবেদন জানানো হয়েছে মুখ্যসচিবের কাছে।
আর জি কর কাণ্ডের পর থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের। মুখ্যমন্ত্রীও একাধিকবার তাঁদের সঙ্গে আলোচনায় বসে দাবিদাওয়া শুনেছেন, সমাধানের আশ্বাস দিয়েছেন। তাঁদের দাবি মেনে ১০ দফা দাবির মধ্যে ৭টি ইতিমধ্যে পূরণ করা হয়েছে। শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তাই নয়, রোগীস্বার্থেও বেশ কিছু দাবি রয়েছে তাঁদের। যার মধ্যে অন্যতম সেন্ট্রাল রেফারেল সিস্টেম। এই পদ্ধতি সব হাসপাতালে চালু করতে হবে বলে এদিনের চিঠিতে উল্লেখ করেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের মতে, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের স্বার্থে এসব এখনই প্রয়োগ করা জরুরি। এনিয়ে মুখ্যসচিবের তরফে ইতিবাচক পদক্ষেপ আশা করেন জুনিয়র চিকিৎসকরা।