জুনিয়র চিকিৎসকদের ফ্রন্টের তরফে এদিন তাঁরা সাংবাদিকদের বলেন, "সরকার আমাদের ন্যায়বিচারের আন্দোলনকে ভয় পেয়েছে। আমাদের গণশত্রু বানাতে চাইছে আমরা, সাধারণ মানুষ ও অভয়ার পক্ষে।

Junior Doctors Protest: আজই কর্মবিরতি তোলার সম্ভাবনা! দাবি পূরণ না হলে এবার আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা?

আজ, শুক্রবার রাজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠে যাওয়ার সম্ভাবনা।
আজ, শুক্রবার রাজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠে যাওয়ার সম্ভাবনা।
শুক্রবার জুনিয়র ডাক্তারদের একটি প্রতিবাদ মিছিল হবে, তারপরেই এই ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর।
শুক্রবার জুনিয়র ডাক্তারদের একটি প্রতিবাদ মিছিল হবে, তারপরেই এই ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর।
তবে রাজ্য সরকারকে নিরাপত্তা সংক্রান্ত দাবি পূরণ করার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের তরফ থেকে। না মানা হলে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু হবে।
তবে রাজ্য সরকারকে নিরাপত্তা সংক্রান্ত দাবি পূরণ করার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের তরফ থেকে। না মানা হলে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু হবে।
রাতভর দীর্ঘ নয় ঘণ্টার জিবি বা সাধারণ সভা বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন আরজি কর কাণ্ডে আন্দোলনরত প্রতিবাদী জুনিয়র ডাক্তারেরা।
রাতভর দীর্ঘ নয় ঘণ্টার জিবি বা সাধারণ সভা বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন আরজি কর কাণ্ডে আন্দোলনরত প্রতিবাদী জুনিয়র ডাক্তারেরা।
বৃহস্পতিবার রাত ৯টা থেকে আরজি কর হাসপাতালে রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিক্যাল কলেজের আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের জিবি বৈঠক চলে। তারপরেই এমন সিদ্ধান্ত।
বৃহস্পতিবার রাত ৯টা থেকে আরজি কর হাসপাতালে রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিক্যাল কলেজের আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের জিবি বৈঠক চলে। তারপরেই এমন সিদ্ধান্ত।
গত মঙ্গলবার থেকেই ফের কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। রাজ্য সরকারের কাছে নতুন করে জানিয়েছেন ১০ দফা দাবি। বুধবার আরজি করের নির্যাতিতার বিচারের দাবি এবং রাজ্যের সমস্ত কলেজ-হাসপাতাল থেকে শুরু করে সমাজের সর্ব স্তরে ‘ভয়ের রাজনীতি’র প্রতিবাদে দুপুরে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করেন তাঁরা।
গত মঙ্গলবার থেকেই ফের কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। রাজ্য সরকারের কাছে নতুন করে জানিয়েছেন ১০ দফা দাবি। বুধবার আরজি করের নির্যাতিতার বিচারের দাবি এবং রাজ্যের সমস্ত কলেজ-হাসপাতাল থেকে শুরু করে সমাজের সর্ব স্তরে ‘ভয়ের রাজনীতি’র প্রতিবাদে দুপুরে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করেন তাঁরা।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা এই মিছিলে শামিল হয়েছিলেন বহু সাধারণ মানুষও। কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয়। (রিপোর্টার-- অভিজিৎ চন্দ)
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা এই মিছিলে শামিল হয়েছিলেন বহু সাধারণ মানুষও। কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয়। (রিপোর্টার– অভিজিৎ চন্দ)