মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় ৫-৬ ঘণ্টা লম্বা বৈঠকের পর যে কটি সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে অন্যতম স্বাস্থ্য সচিব  ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Junior doctors Mamata Banerjee meeting: কবে, কোথায় আলোচনা? মুখ্যমন্ত্রীকে ই মেল জুনিয়র চিকিৎসকদের, অনড় সেই ৫ শর্তে

মুখ্যমন্ত্রী এসে তাঁদের সঙ্গে দেখা করার পরই আলোচনায় বসতে চেয়ে ফের ই মেল করলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷ মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়ে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন, যেদিন, যেখানে তাঁদেরকে বৈঠকে ডাকা হবে, সেখানেই বৈঠক করতে যেতে রাজি তাঁরা৷

যদিও জুনিয়র চিকিৎসকরা স্পষ্টই জানিয়ে দিয়েছেন, নিজেদের পাঁচ দফা দাবি থেকে সরে আসছেন না তাঁরা৷ এমন কি,  যে শর্তকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার নবান্নের বৈঠক ভেস্তে গিয়েছিল, সেই সরাসরি সম্প্রচারের শর্তেও অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ ফলে, জুনিয়র চিকিৎসকদের পাঠানো ই মেলের কী জবাব রাজ্য সরকার দেয় অথবা আদৌ দেয় কি না, সেদিকেই এখন নজর রয়েছে সংশ্লিষ্ট সবপক্ষের৷

তবে মুখ্যমন্ত্রীর এ দিনের পদক্ষেপকে অত্যন্ত সদর্থক বলেই মনে করছেন জুনিয়র চিকিৎসকরা৷ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তিনি স্বাস্থ্য ভবনের সামনে আসায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷

এ দিন মুখ্যমন্ত্রী তাঁদের ধরনাস্থলে আসার পর নিজেদের মধ্যে আলোচনায় বসেন জুনিয়র চিকিৎসকরা৷ এর পর সাংবাদিক বৈঠক করে তাঁরা জানান, আমাদের আজকে, এখনই বৈঠকে ডাকা হলেও আমরা আলোচনায় বসতে রাজি৷ আমরা মুখ্যমন্ত্রীকে একটি ই মেল পাঠিয়েছি৷ সেখানে কবে, কোথায়, কখন বৈঠক হবে, তার সময় জানতে চেয়েছি৷  তবে আমাদের একটাই কথা৷ আমাদের পাঁচ দফা দাবি মানতে হবে৷ নিজেদের পাঁচ আমাদের দাবি দাওয়াই আসল বিষয়৷ পাঁচ দফা দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে৷

পাল্টা জুনিয়র চিকিৎসকদের নির্দিষ্ট করে প্রশ্ন করা হয়, সরাসরি সম্প্রচারের শর্ত মানা না হলে তাঁরা বৈঠকে রাজি হবেন কি না? এই প্রশ্নের জবাবে জুনিয়র চিকিৎসকরা বলেন, আমরা স্বচ্ছতার প্রশ্নে অনড় থাকছি৷ পরে আরও ব্যাখ্যা করে জুনিয়র চিকিৎসকরা জানান, বৈঠকে কী হচ্ছে না হচ্ছে তা সবাই জানতে পারবেন, সেই ব্যবস্থা করতে হবে৷

এ দিন দুপুরে হঠাৎই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধরনা মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্মবিরতি শেষ করে চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানান তিনি৷ আন্দোলনকারীদের দাবি খতিয়ে দেখার পাশাপাশি কর্মবিরতির জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ না করারও আশ্বাস দেন তিনি৷ অচলাবস্থা কাটাতে এটাই তাঁর শেষ চেষ্টা বলেও জানান মুখ্যমন্ত্রী৷ মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন কাণ্ডে দোষী কেউই ছাড় পাবেন না বলেও ফের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷