এই আবহে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠছে। তবে চিকিৎসকদের দাবি পরিষেবা স্বাভাবিক রয়েছে। (রিপোর্টার-- অর্ণব হাজরা)

RG Kar Protest: দাবিতে অনড় থেকেও মুখ্যমন্ত্রীর বাড়ির পথে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা, কাটবে জট?

কলকাতা: প্রথমে প্রশ্ন তুললেও শেষে রাজি হলেন জুনিয়র ডাক্তাররা। নবান্ন বা কোনও প্রশাসনিক ভবন নয় সরাসরি তাঁর বাসভবন কালীঘাটে যেতেই রাজি হলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু, জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকারের প্রস্তাব মতো ১৫ জন নয়, কালীঘাটের বৈঠকেও তাঁরা ৩০ জন প্রতিনিধিকে নিয়েই যাচ্ছেন৷ স্বাস্থ্য ভবনের সামনে থেকে বাসে করে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ সেখানেই আলোচনার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তাঁরা আলোচনায় রাজি হয়ে বাসে করে মমতার বাড়ির উদ্দেশে রওনা হন।

এ দিন দুপুরেই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধরনা মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পরই দু পক্ষ থেকেই নতুন করে আলোচনায় বসার বার্তা দেওয়া হয়৷ সেই মতো বিকেলেই আন্দোলনকারী চিকিৎসকরা বৈঠকের জন্য সময় এবং স্থান জানতে চেয়ে ই মেল করেন মুখ্যমন্ত্রীকে৷ তার জবাবেই মুখ্যসচিব মেল করে কালীঘাটে বৈঠকের কথা জানান৷ জুনিয়র চিকিৎসকরা অবশ্য জানিয়ে দিয়েছেন, পাঁচ দফা দাবির জায়গায় অনড় রয়েছেন তাঁরা৷