Mamata Banerjee: ‘মিটিং না করো ভিতরে এসো, চা খেয়ে যাও’, বৃষ্টিভেজা সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বেনজির আতিথেয়তা, বরফ গলল?

কলকাতাঃ বৃষ্টিভেজা শনিবার সন্ধ্যায় বেনজির ঘটনা পরম্পরার সাক্ষী  থাকল কালীঘাট। মুখ্যমন্ত্রী নন, মা-দিদির মতোই আন্দোলনরত চিকিৎসক প্রতিনিধিদের বৃষ্টিতে না ভেজার অনুরোধ জানালেন বারে বারে। বৈঠকে আপত্তি থাকলে শুধুই যেন তাঁরা চা পান করে যান, তার জন্যও আহ্বান জানিয়েছেন। যারা ভিজে গিয়েছেন, তারা যাতে কোনওভাবে অসুস্থ হয়ে না পড়েন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যখন বৈঠকের জন্য পৌঁছন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল, সেই সময় বৃষ্টি হচ্ছিল। কালীঘাটে পৌঁছেও তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেননি তখনও বরং নবান্নের মতো এখানেও বৈঠকে লাইভ স্ট্রিমিং নিয়ে ঠান্ডা লড়াই চলছিল। আর তা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন।

আরও পড়ুনঃ চিকিৎসক ধর্ষণ-খুনের পরে বহু অসঙ্গতি! ৩৬ দিনের মাথায় গ্রেফতার টালা থানার ওসি

এরপরেই আসরে নামেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির থেকে বেরিয়ে আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে চলে আসেন এবং তাঁদের বৃষ্টির মধ্যে আর দাঁড়িয়ে না থাকার অনুরোধ করেন। এমনকি মিটিং করার ইচ্ছে না থাকলে শুধুই চা পানের অনুরোধ করেন। কিন্তু তারপরেও বরফ গলেনি।

আরও পড়ুনঃ জঙ্গল ছেড়ে সোজা গ্রামের পথে দুলকি চালে গজরাজ! এক চিলতে মন ভাল করা ভিডিও, ভাইরাল

জুনিয়র চিকিৎসকদের নিজের প্রস্তাব দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যান মুখ্যমন্ত্রী৷ যদিও জুনিয়র চিকিৎসকরা তাঁর আবেদনে সাড়়া দেননি৷ ফের নিজেদের মধ্যে বৈঠক শুরু করেন তাঁরা৷