কী দাবি জুনিয়র ডাক্তারদের।

RG Kar Case- Junior Doctors protest: দু’টি ইস্যুর এখনও সমাধান হয়নি! আলোচনা চেয়ে ফের মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডাক্তারদের

কলকাতা: মঙ্গলবারই গভীর রাতে জেলারেল বডি মিটিংয়ে নিজেদের মধ্যে আলোচনা করে কাজে না ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। বুধবার ফের রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা।

চিঠিতে জুনিয়র ডাক্তাররা মুখ্যসচিবকে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যে ৫টি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তার মধ্যে এখনও দুটো ইস্যুর সমাধান হয়নি। এই দুই ইস্যুর মধ্যে ছিল হাসপাতালগুলির স্বাস্থ্য পরিষেবার উন্নতি, নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অবশ্যই হুমকির সংস্কৃতি বন্ধ করা।

আরও পড়ুন: রোগীর পরিবারের থেকে ১ টাকা বেশি নেওয়ার শাস্তি! চাকরি গেল সরকারি হাসপাতালের কর্মীর

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি বিশেষ টাস্ক ফোর্স তৈরির কথা ঘোষণা করা হয়েছিল, যেই টাস্ক ফোর্সের মাথায় থাকবেন মুখ্যসচিব। সেই টাস্ক ফোর্সের সমস্ত সদস্যকে নিয়ে এবার বৈঠকে বসতে চাইলেন জুনিয়র ডাক্তাররা। সেই বৈঠকে দুটো ইস্যুর কী ভাবে সমাধান সম্ভব সেই ইস্যু নিয়ে তাঁরা আলোচনা করতে চান।

আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে CP, DCP North, DCP Central, PS(H), DHS, DME- এই ছয় জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তোলা হয়েছিল। রাজ্য সেই মতো মঙ্গলবার কলকাতার নগরপাল, DC north, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে রাজ্য প্রশাসনের পদ থেকে সরিয়ে দেয়।