মিছিলের ছবি (ছবি সৌজন‍্য- তিস্তা রায় বর্মণ)

RG Kar Case: জাস্টিস চেয়ে ফের পথে নাগরিক মঞ্চ! কবে মিলবে বিচার? কটাক্ষ ‘ছাত্রদের নবান্ন অভিযান’কেও!

কলকাতাঃ ‘দফা তিন, দাবি তিন মুখ্যমন্ত্রী জবাব দিন’- এই স্লোগান তুলে আজ পথে নামল নাগরিক মিছিল৷ রামলীলা পার্ক থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত হাঁটবেন পথচারীরা। মিছিল শুরু হয় দুপুর ২টো থেকে। মিছিলের ডাক দিয়েছে নাগরিক মঞ্চ। তবে, মিছিলে পা মিলাচ্ছে সকল স্তরের মানুষেরা। নারী চেতনা সংগঠন থেকে ছোট ছোট বাচ্চারাও এই মিছিলে শামিল হয়েছে।

আরও পড়ুনঃ  ‘বিচারের পথে যারা বাধা, তারা থাকলে কী ভাবে কাজে ফিরব?’ প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের

সিবিআই ও সুপ্রিম কোর্ট সুবিচার দিতে পারবে না বলে সংশয় প্রকাশ করে লিফলেট। ২৭ তারিখ ছাত্রসমাজের নামে নবান্ন অভিযানকে কটাক্ষ। মিছিলের একংশের দাবি যারা নবান্ন অভিযানের ডাক দেয় তারাই বিলকিস বানোর ধর্ষকদের মালা পরায়। উন্নাও, কাঠুয়াদের ধর্ষকদের সমর্থনে জাতীয় পতাকা হাতে মিছিল করে। তাঁরা তাঁদের ক্ষোভ উগড়ে দেন কেন্দ্র এবং রাজ‍্য সরকারের বিরুদ্ধে।

২৭ তারিখ ছাত্রসমাজের ডাকে নবান্ন চলো অভিযান। শুভেন্দু অধিকারী বিজেপি এবিিভপিকে ধুয়ে দিলেন রিমঝিম সিনহা। যার একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে মাঝরাতের দখল নিয়েছিল রাজ্যের মহিলারা। তিনি বলছেন মহিলারা এই সাধারণ মানুষের আন্দোলনকে একটা রাজনৈতিক স্বার্থসিদ্ধির মিছিলে যাতে না নিয়ে যান। ওই মিছিলে আমি হাঁটবো না, সাধারণ মহিলারাও ওই মিছিলে কেউ যাবেন না। সাধারণ মানুষের এই প্রতিবার মিছিলকে হাইজ্যাক করতে চাইছে। শুভেন্দু অধিকারী কি করে জানলেন ওই দিনগুলি চলবে। যারা বিলকিস বানোর ধর্ষকদের মালা পরায় তাদের এই এই আন্দোলন করার অধিকার নেই।

আরজি কর কাণ্ডকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘ছাত্র সমাজ’। যদিও এই ছাত্র সমাজ কোনও দলের ছাত্র সংগঠন নয়। অন্তত প্রকাশ্যে কোনও রাজনৈতিক দলই এর ‘দায় এবং দায়িত্ব’ নেয়নি। এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সেই অভিযানে তিনি ‘ব্যক্তিগত’ ভাবে অংশগ্রহণ করবেন। শুধু তাই নয়, শুভেন্দুর আবেদন, ‘‘সব পরিবার থেকে এক জন করে ওই অভিযানে থাকার আহ্বান জানানো হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে সেখানে যাব। এটা কোনও দলের ডাক নয়। সকলেই বুঝতে পারছেন, সব সমস্যার মাথা মুখ্যমন্ত্রী! তাঁকে বলব, ২৬ তারিখের মধ্যে পদত্যাগ-সহ সব ব্যবস্থা নিয়ে রাখুন। যাতে ২৭ তারিখ গুলি চালাতে না হয়!’’