সংবাদমাধ্যম টাইমস নাওতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মোট ২২টি প্রশ্ন করা হয়েছিল সঞ্জয়কে। ‍১. জন্মের তারিখ বলো ২. নিজের নাম এবং কোথায় জন্ম বলো ৩. সিভিক ভলান্টিয়ার হিসাবে কবে কাজে যোগ দিয়েছিলে? ৪. সিভিক ভলান্টিয়ারের হিসাবে কাজ শুরু করার আগে কী করতে?

Sanjay Rai’s Polygraph Test: আরজি কর কাণ্ডে শেষ হল সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট, জেনে নিন বিস্তারিত

কলকাতা: আরজি কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট শেষ হল। কিছুক্ষণ আগেই আলিপুরের প্রেসিডেন্সি জেল থেকেই বেরিয়ে যায় সিবিআইয়ের বিশেষ দল।

সূত্রের খবর, রবিবার দুপুর ১২টা ৪০ নাগাদ আলিপুর প্রেসিডেন্সি জেলে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে পলিগ্রাফ টেস্ট করা হয় আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের। মনে করা হচ্ছিল আরজি কর কাণ্ডের তদন্তে অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। এই টেস্ট থেকেই এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা জানা যেতে পারে।

আরও পড়ুন: মাঝরাতে জেলের মধ্যে পায়চারি, রবিবার পলিগ্রাফ টেস্টের আগেই মুখ খুলল সঞ্জয়?

প্রসঙ্গত, সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য শুক্রবার ধৃত সঞ্জয়ের সম্মতি নিতে শিয়ালদহ আদালতে হাজির করায় সিবিআই৷ সেখানেই সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতি দেয় অভিযুক্ত সঞ্জয় রাই৷

আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় ইনকাম ট্যাক্স রেইড, ১০ দিন ধরেও টাকা গোনা শেষ হয়নি! কত নগদ উদ্ধার হয় জানেন?

পাশাপাশি সঞ্জয়কে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত৷ সিবিআই-এর পক্ষ থেকেই সঞ্জয়ের জেল হেফাজত চাওয়া হয়েছিল, সেই আবেদন মঞ্জুর করেছিল আদালত৷ সঞ্জয়কে আলিপুর জেলে পয়লা ২১ নম্বর সেলে রাখা হয়েছে। এখানে ধৃত সঞ্জয় পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতিবেশী হিসাবে বন্দি রয়েছেন।