মহাশক্তির কৃপায় টাকার সাম্রাজ্য। প্রতীকী ছবি।

Kali Puja 2024 Astrology: আজই সেই বিরল দিন-রাত…! রাত থেকে কালীপুজোর দিন পর্যন্ত পুটলিতে রাখুন এই জিনিস, মহাশক্তির কৃপায় টাকার সাম্রাজ্য

*আজ বৃহস্পতিবার ২৪ অক্টোবর পুষ্য নক্ষত্র, একই সঙ্গে বৃহস্পতিবার হওয়ায় এক শুভ যোগের সৃষ্টি হয়েছে। এই দিনই তৈরি করতে পারেন মানি ম্যাগনেট ব্যাগ বা ধন পুটলি।
*আজ বৃহস্পতিবার ২৪ অক্টোবর পুষ্য নক্ষত্র, একই সঙ্গে বৃহস্পতিবার হওয়ায় এক শুভ যোগের সৃষ্টি হয়েছে। এই দিনই তৈরি করতে পারেন মানি ম্যাগনেট ব্যাগ বা ধন পুটলি।
*এই পুটলি নানা সমস্যা সমাধানের পাশাপাশি আর্থিক স্বাচ্ছন্দ নিয়ে আসবে জীবনে। যাদের চাকরির ক্ষেত্রে সমস্যায় বা ইনক্রিমেন্ট আটকে রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ সময় এনে দেবে।
*এই পুটলি নানা সমস্যা সমাধানের পাশাপাশি আর্থিক স্বাচ্ছন্দ নিয়ে আসবে জীবনে। যাদের চাকরির ক্ষেত্রে সমস্যায় বা ইনক্রিমেন্ট আটকে রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ সময় এনে দেবে।
*অর্থ ধরে রাখতে, বা ঘরে নিয়ে আসতে এই পুটলি বানিয়ে নিজেদের ক্যাশ লকারে বা কাজের জায়গায় রেখে দিলেই ফল পাবেন হাতেনাতে বলছেন জ্যোতিষী অরিত্রিয়া ব্যানার্জি।
*অর্থ ধরে রাখতে, বা ঘরে নিয়ে আসতে এই পুটলি বানিয়ে নিজেদের ক্যাশ লকারে বা কাজের জায়গায় রেখে দিলেই ফল পাবেন হাতেনাতে বলছেন জ্যোতিষী অরিত্রিয়া ব্যানার্জি।
*কীভাবে করবেন? লাল ব্যাগ বা কাপড় নিয়ে, তাতে একটি গোটা হলুদ, কিছু অল্প চাল, সোনা বা রুপোর ছোট কয়েন থাকলে সেটাও মধ্যে রেখে দিতে পারেন। এবার ব্যাগ বন্ধ করে বা হাতে রেখে, বিশেষ এক মন্ত্র বলতে হবে, অবশ্যই স্নান করে তারপর।
*কীভাবে করবেন? লাল ব্যাগ বা কাপড় নিয়ে, তাতে একটি গোটা হলুদ, কিছু অল্প চাল, সোনা বা রুপোর ছোট কয়েন থাকলে সেটাও মধ্যে রেখে দিতে পারেন। এবার ব্যাগ বন্ধ করে বা হাতে রেখে, বিশেষ এক মন্ত্র বলতে হবে, অবশ্যই স্নান করে তারপর।
*ওম শ্রীমঃ মহালক্ষ্মই নমহ
“*ওম শ্রীমঃ মহালক্ষ্মই নমহ” এই মন্ত্র ১০৮ বার জব করে, ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পায়ে রেখে দিতে হবে পুটলিটি কে। কালীপুজো পর্যন্ত সেটি থাকবে ওভাবেই।
*কালীপুজো শেষে সেটিকে তুলে কর্মস্থলে গোপন জায়গায় বা ক্যাশ লকারে রেখে দেবেন। পরের বছর কালীপুজো পর্যন্ত যা থাকবে। কিছুদিন পর থেকেই বোঝা যাবে জীবনে কীভাবে মানি এট্রাক্ট করছে বা অর্থ সমাগম ঘটাচ্ছে। ফলে জীবন থেকে দূর হবে আর্থিক সমস্যা।
*কালীপুজো শেষে সেটিকে তুলে কর্মস্থলে গোপন জায়গায় বা ক্যাশ লকারে রেখে দেবেন। পরের বছর কালীপুজো পর্যন্ত যা থাকবে। কিছুদিন পর থেকেই বোঝা যাবে জীবনে কীভাবে মানি এট্রাক্ট করছে বা অর্থ সমাগম ঘটাচ্ছে। ফলে জীবন থেকে দূর হবে আর্থিক সমস্যা।