দক্ষিণবঙ্গ Kali Puja Weather Update: কালীপুজোতেও ঝড়-বৃষ্টি, আবহাওয়ার বিরাট বদল, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর Gallery October 28, 2024 Bangla Digital Desk দুর্গাপুজো শেষ৷ কিন্তু কয়েকদিনের মধ্যেই কালীপুজো৷ তার মধ্যেই এসেছিল দানার হানা৷ তাতেই আশঙ্কায় কাটা হয়েছিল দক্ষিণবঙ্গের মানুষেরা৷ দানার প্রভাব দক্ষিণবঙ্গে সর্বত্র না পড়লেও, এর ফলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে৷ নিম্নচাপ কাটলেও আশঙ্কার মেঘ এখন মাঝে-মাঝে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায়, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে না৷ তবে কালীপুজোর দিন ভারি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ এবারে রাজ্যে ভালই শীতের প্রভাব পড়বে৷ তবে কলকাতা, দুই চব্বিশ পরগণা, পুরুলিয়া-সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে৷ উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গায় মাঝারি থেকে হালকা দু-এক পশলা বৃষ্টি হতে পারে