দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, “দীপিকা শিশুদের খুব ভালবাসেন। মায়ের কর্তব্য পালন করতে চান। তাই কোনও ন্যানি রাখবেন বলে ঠিক করেছেন। একরত্তির যত্নআত্তি তিনি নিজেই করবেন।’’

Kalki 2898 AD First Review: কেমন হল ‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রথম রিভিউ! কেমন বাজার কাঁপাল প্রভাস-দীপিকা জুটি?

মুম্বই: অবশেষে সামনে এল বহু প্রতীক্ষিত ‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রথম রিভিউ। এই ছবিতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মতো তাবড় তারকাদের। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে যে, এত বড় বড় তারকা থাকা সত্ত্বেও কেমন হল ‘কল্কি ২৮৯৮ এডি’? তবে এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, সেটা হল – ওই ছবির প্রথম রিভিউ মারাত্মক ভাবে ইতিবাচক।

নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি আবর্তিত হয়েছে ভগবান বিষ্ণুর আধুনিক অবতারকে ঘিরে। যিনি গোটা বিশ্বকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এক থিয়েটারে ‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রথম শো দেখানো হয়েছে। আর ছবির যে দৃশ্যে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে প্রবেশ করতে দেখা গিয়েছে, সেই দৃশ্য পর্দায় ভেসে উঠতেই রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন ভক্তরা। তাঁদের উল্লাসধ্বনিতে যেন কেঁপে ওঠে গোটা প্রেক্ষাগৃহ।

আরও পড়ুন: কবে হবে নব নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ? এবার আন্দোলনে পথে নামছেন সায়ন্তিকা-রেয়াদ

প্রিমিয়ারের পরে প্রথম রিভিউ শেয়ার করে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, “একদম নিখুঁত প্রথম অংশটা। ভিস্যুয়াল এবং সেট আপ এমন ছিল, যা ভারতীয় সিনেমায় আগে দেখা যায়নি। আর এর গল্প আকর্ষণীয় এবং মনোমুগ্ধকরও বটে! তবে এখনও পর্যন্ত চিত্রনাট্য দারুণ ভাবে করা হয়েছে। প্রভাসের চরিত্রটি বেশ মজার কিন্তু তাঁকে পর্দায় খুবই সীমিত সময়ের জন্য দেখা গিয়েছে।”

আবার অন্য একজন বলেন, “প্রভাস এবং নাগ অশ্বিন মিলে একটা ইতিহাস তৈরি করেছেন! ছবির প্রথম ৩০ মিনিট এমনটাই মনে হবে।” আবার তৃতীয় এক এক্স ব্যবহারকারী আবার লিখেছেন, “কল্কি ২৮৯৮ এডি যে শুধু হিট নয়, তা বোঝার জন্য প্রি-ইন্টারভ্যাল ৩০ মিনিটই যথেষ্ট… এটা নিশ্চিত ভাবেই ব্লকবাস্টার।”

এক আন্তর্জাতিক ফিল্ম জার্নালিস্ট এক্স প্ল্যাটফর্মে নিজের রিভিউ শেয়ার করে লিখেছেন যে, “কল্কি ২৮৯৮ এডি দুর্ধর্ষ ছিল! চমৎকার দৃশ্যের দারুণ সাই-ফাই অভিজ্ঞতা। এর মধ্যে অল্প অল্প পরিমাণে রয়েছে ‘ব্লেড রানার’ এবং ‘ম্যাড ম্যাক্স’। প্রভাস বনাম অমিতাভ বচ্চন লড়াইয়ের দৃশ্যটা ছিল অসাধারণ। দীপিকা এবং দিশা তো গর্জায়। তাঁরা রীতিমতো আমার মাথা ঘুরিয়ে দিয়েছেন।”

‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। ভারতে সমস্ত ভাষায় ইতিমধ্যেই বিক্রি হয়েছে প্রায় ১৯ লক্ষ টিকিট। বক্স অফিসে ব্যবসার নিরিখে বহু ছবির রেকর্ড ভাঙতে চলেছে এই ছবি। এমনকী ফিল্ম ট্রেড বিশেষজ্ঞদের মতে, দেশের বক্স অফিসে ১০০ কোটিতেই ব্যবসা শুরু করবে ‘কল্কি ২৮৯৮ এডি’। সারা বিশ্বব্যাপী তা ২০০ কোটি টাকার ব্যবসা ছাপিয়ে যাবে।

Sacnilk.com-এর মতে, শুধুমাত্র তেলুগু ভাষাতেই ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রায় ১৫ লক্ষ টিকিট বিকিয়েছে। অ্যাডভান্স বুকিংয়েই ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে ছবিটি।