বোমা বিস্ফোরণে আহত দুই শিশু

হয় গেল চরম ক্ষতি, বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মারাত্মক জখম দুই ভাইবোন

 লালগোলা: নিজেদেরই পরিত্যক্ত বাড়িতে খেলা করতে গিয়ে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরনে গুরুতর আহত দুই ভাইবোন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে লালগোলা থানার নতুনদেয়ার এলাকায়। আহত দুই শিশুর নাম অর্ক মন্ডল ও রিয়া মন্ডল। দুজনকেই গুরুতর আহত অবস্থার উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ।

লালগোলা থানার নতুনদেয়ার এলাকায় কাঞ্চন মন্ডলের একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে। বুধবার বিকেলে ওই বাড়ির মধ্যে খেলা করছিল তারই দুই ছেলে মেয়ে ছোট্ট অর্ক মন্ডল ও রিয়া মন্ডল। অর্ক ষষ্ঠ শ্রেনীর ছাত্র ও রিয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী। সেখানেই বল ভেবে খেলতে গিয়ে হঠাৎই ভয়াবহ বোমা বিস্ফোরন হয়। বিস্ফোরনের আওয়াজ শুনে ছুটে আসে পরিবার ও গ্রামের লোকেরা। দুজনকেই গুরুতর আহত অবস্থার উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন –  Yellow Alert For Rain: সকালেই রাত নামছে কলকাতা ও জেলায়, এটাই কি বর্ষার বৃষ্টি শুরু, রইল ওয়েদারের মেগা আপডেট

ওই পরিত্যক্ত বাড়ির মধ্যে কিভাবে বোমা এল এবং কে বা কারা বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। তবে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দুই শিশুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

আহত শিশুদের কাকা গৌতম মন্ডল, বলেন, ‘‘একটা বিকট আওয়াজ শুনে বাড়ি থেকে বেড়িয়ে এসে দেখি ওই বাড়ির মধ্যে আমার ভাইপো আর ভাইঝি বোমা বিস্ফোরনে গুরুতর আহত হয়েছে। দুজনকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। ওটা আমাদেরই একটি পুরোনো বাড়ি। কিন্তু কে বা কারা বাড়ির মধ্যে বোমা মজুত করে রেখেছিল আমাদের জানা নেই। আমরা চাই পুলিশ তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করুক। লালগোলা এস ডি পি ও উত্তম গড়াই বলেন, কে বা কারা বোমা মজুত করে রেখে গিয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

Pranab Kumar Banerjee