কল্যাণের অভিযোগ ওড়ালেন কুণাল৷

Maniktala by election: মানিকতলায় উপনির্বাচনে ফের ভোট চান কল্যাণ! কুণালের কটাক্ষ, ‘হার বুঝেই ছুঁতো খুঁজছেন’

কলকাতা: মানিকতলা উপনির্বাচনে ৮৯টি বুথে ফের ভোট চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে৷ একই সঙ্গে আবারও কলকাতা হাইকোর্টে মামলা করা হুঁশিয়ারি দিয়েছেন কল্যাণ৷ তাঁর অভিযোগ, এই ৮৯টি বুথে ভোট লুঠ করেছে তৃণমূল৷ গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে মানিকতলায় ভোট হয়, সেই আবেদন নিয়েই তিনি হাইকোর্টে মামলা করবেন বলে জানিয়েছেন কল্যাণ চৌবে৷

এ দিন দফায় দফায় মানিকতলায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ৷ কখনও তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, কখনও আবার তাঁর গাড়ি ঘিরে ধরে চলেছে বিক্ষোভ৷ দিনভর উত্তেজনা বজায় ছিল মানিকতলা বিধানসভা কেন্দ্রে৷

আরও পড়ুন: তালিকায় ১৮০ জনেরও বেশি, মমতার ক্ষোভের পরই বদলির নির্দেশ নবান্নের! প্রশাসনে শোরগোল

বিজেপি প্রার্থীর বলেন, ‘নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। ৮৯টি বুথে ভোট হয়নি। অভিযোগের কপিতে এসব তথ্য দেওয়া আছে। এক একটা ওয়ার্ডে ৭-৮ টি বুথ আছে, এমন জায়গায় ১০০ গুন্ডা, মস্তান ভয়ের পরিবেশ করে রেখেছিল। গতকাল রাতে বেলেঘাটা থেকে ছেলে এসে আবাসনে গিয়ে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দিয়ে গিয়েছে। আবাসন এবং বস্তির বাইরে ছেলেরা বসে ছিল৷’ কল্যাণ চৌবে বলেন, ‘আমি আবার হাইকোর্টে যাবো৷ আমার প্রাণ চলে যায় যাক, কিন্তু মানিকতলায় যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয় তা আমি নিশ্চিত করে দিয়ে যাবো৷’

যদিও কল্যাণ চৌবের অভিযোগকে নস্যাৎ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছেন, ভোটাররাই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন৷ কুণালের দাবি, ‘২০২১-এ সাধন পাণ্ডের বিরুদ্ধে হেরে গিয়ে কল্যাণ চৌবে হাইকোর্টে মামলা করেছিলেন৷ তার পর সাধন পাণ্ডের মৃত্যু হলেও তিন বছর তিনি সেই মামলা চালিয়ে গিয়েছেন৷ যে কারণে মানুষের পরিষেবা পেতে অসুবিধা হচ্ছিল। তাই মানুষ রেগে আছেন৷ ভোটে হার হবে জেনে এখন ছুঁতো খুঁজছেন৷ মানুষ হয়রানির শিকার হয়েছে, তাই আজ গো-ব্যাক বলেছে।’

সহ প্রতিবেদন- আবীর ঘোষাল