Tag Archives: Kalyan Chaubey

Kalyan Chaubey: ‘ওরা তো ক্রিমিনাল নয়…’ ফুটবলপ্রেমীদের ছাড়াতে রাতেই লালবাজারে ফেডারেশন সভাপতি

অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। যুবভারতীর সামনে প্রতিবাদ জানাতে গিয়ে ৬ ফুটবলপ্রেমীকে আটক করে ফুলবাগান থানা। লালবাজারে পাঠানো হয় সেই ৬ ফুটবলপ্রেমীকে। তাদের ছাড়াতে আসরে নামেন ফেডারেশন সভাপতি।
অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। যুবভারতীর সামনে প্রতিবাদ জানাতে গিয়ে ৬ ফুটবলপ্রেমীকে আটক করে ফুলবাগান থানা। লালবাজারে পাঠানো হয় সেই ৬ ফুটবলপ্রেমীকে। তাদের ছাড়াতে আসরে নামেন ফেডারেশন সভাপতি।
রাত এগারোটায় লালবাজার যান কল্যাণ চৌবে। ফুটবলপ্রেমীদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন কল্যাণ চৌবের সামনে। আইনজীবীকেও সঙ্গে আনেন ফেডারেশন সভাপতি।
রাত এগারোটায় লালবাজার যান কল্যাণ চৌবে। ফুটবলপ্রেমীদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন কল্যাণ চৌবের সামনে। আইনজীবীকেও সঙ্গে আনেন ফেডারেশন সভাপতি।
পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ওই ৬ ফুটবলপ্রেমীকে ছাড়ানোর ব্যবস্থা করেন কল্যাণ চৌবে। লালবাজার থেকে বেরিয়েও জাস্টিস ফর আরজি কর স্লোগান ফুটবলপ্রেমীদের গলায়।
পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ওই ৬ ফুটবলপ্রেমীকে ছাড়ানোর ব্যবস্থা করেন কল্যাণ চৌবে। লালবাজার থেকে বেরিয়েও জাস্টিস ফর আরজি কর স্লোগান ফুটবলপ্রেমীদের গলায়।
ফুটবলপ্রেমীদের নাম: সন্দীপ বোস, সন্দীপ গায়েন, অর্ক দে, সুব্রত রায় , রাজদীপ ভট্টাচার্য এবং শুভাশিস বোস ৷
ফুটবলপ্রেমীদের নাম: সন্দীপ বোস, সন্দীপ গায়েন, অর্ক দে, সুব্রত রায়, রাজদীপ ভট্টাচার্য
এবং শুভাশিস বোস ৷
মেয়েদের রাত দখলের পর, গতকাল, রবিবার মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের বিক্ষোভে দীর্ঘক্ষণ অচল ছিল ইএম বাইপাস। পথে নেমেছিলেন টালিগঞ্জের শিল্পীরাও।
মেয়েদের রাত দখলের পর, গতকাল, রবিবার মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের বিক্ষোভে দীর্ঘক্ষণ অচল ছিল ইএম বাইপাস। পথে নেমেছিলেন টালিগঞ্জের শিল্পীরাও।

Maniktala by election: মানিকতলায় উপনির্বাচনে ফের ভোট চান কল্যাণ! কুণালের কটাক্ষ, ‘হার বুঝেই ছুঁতো খুঁজছেন’

কলকাতা: মানিকতলা উপনির্বাচনে ৮৯টি বুথে ফের ভোট চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে৷ একই সঙ্গে আবারও কলকাতা হাইকোর্টে মামলা করা হুঁশিয়ারি দিয়েছেন কল্যাণ৷ তাঁর অভিযোগ, এই ৮৯টি বুথে ভোট লুঠ করেছে তৃণমূল৷ গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে মানিকতলায় ভোট হয়, সেই আবেদন নিয়েই তিনি হাইকোর্টে মামলা করবেন বলে জানিয়েছেন কল্যাণ চৌবে৷

এ দিন দফায় দফায় মানিকতলায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ৷ কখনও তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, কখনও আবার তাঁর গাড়ি ঘিরে ধরে চলেছে বিক্ষোভ৷ দিনভর উত্তেজনা বজায় ছিল মানিকতলা বিধানসভা কেন্দ্রে৷

আরও পড়ুন: তালিকায় ১৮০ জনেরও বেশি, মমতার ক্ষোভের পরই বদলির নির্দেশ নবান্নের! প্রশাসনে শোরগোল

বিজেপি প্রার্থীর বলেন, ‘নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। ৮৯টি বুথে ভোট হয়নি। অভিযোগের কপিতে এসব তথ্য দেওয়া আছে। এক একটা ওয়ার্ডে ৭-৮ টি বুথ আছে, এমন জায়গায় ১০০ গুন্ডা, মস্তান ভয়ের পরিবেশ করে রেখেছিল। গতকাল রাতে বেলেঘাটা থেকে ছেলে এসে আবাসনে গিয়ে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দিয়ে গিয়েছে। আবাসন এবং বস্তির বাইরে ছেলেরা বসে ছিল৷’ কল্যাণ চৌবে বলেন, ‘আমি আবার হাইকোর্টে যাবো৷ আমার প্রাণ চলে যায় যাক, কিন্তু মানিকতলায় যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয় তা আমি নিশ্চিত করে দিয়ে যাবো৷’

যদিও কল্যাণ চৌবের অভিযোগকে নস্যাৎ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছেন, ভোটাররাই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন৷ কুণালের দাবি, ‘২০২১-এ সাধন পাণ্ডের বিরুদ্ধে হেরে গিয়ে কল্যাণ চৌবে হাইকোর্টে মামলা করেছিলেন৷ তার পর সাধন পাণ্ডের মৃত্যু হলেও তিন বছর তিনি সেই মামলা চালিয়ে গিয়েছেন৷ যে কারণে মানুষের পরিষেবা পেতে অসুবিধা হচ্ছিল। তাই মানুষ রেগে আছেন৷ ভোটে হার হবে জেনে এখন ছুঁতো খুঁজছেন৷ মানুষ হয়রানির শিকার হয়েছে, তাই আজ গো-ব্যাক বলেছে।’

সহ প্রতিবেদন- আবীর ঘোষাল

Maniktala By Election: মানিকতলায় রাজনৈতিক সৌজন্যের ছবি, কল্যাণ চৌবের মা-কে ভোট দিতে সাহায্য তৃণমূল প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্টের

আবীর ঘোষাল, কলকাতা: রাজনৈতিক সৌজন্য। বিজেপির প্রার্থী কল্যাণ চৌবের মাকে ভোট দিতে সাহায্য করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডের মুখ্য নির্বাচনী এজেন্ট অনিন্দ্য কিশোর রাউত।

সকালে ১৩ নম্বর ওয়ার্ডে ভোট দিতে গিয়েছিলেন সন্ধ্যা দেবী। কিন্তু সেখানে গিয়ে কোন বুথের কোন অংশে তাঁর ভোট পড়েছে, সেটা খুঁজে পাচ্ছিলেন না। সাহায্য করতে এগিয়ে আসেন অনিন্দ্য কিশোর রাউত।

আরও পড়ুন– পৃথিবীর সঙ্গেই ঘুরছে গাছ, পাহাড় আর আকাশও; ভাইরাল ভিডিও-য় মিলল পৃথিবীর আবর্তনের প্রমাণ

অনিন্দ্য কিশোর রাউত বলেন, ‘‘উনি ভোট দিতে এসেছিলেন। সাহায্যের দরকার ছিল। আমি জনপ্রতিনিধি হিসাবে সেই দৃষ্টিকোণ থেকে সাহায্য করেছি।’’

আর বিজেপি প্রার্থীর মা বলছেন, ‘‘আমার ছেলের বয়সী। আমার একটা সাহায্য দরকার ছিল। ও সেটা করেছে।’’ রাজনৈতিক সৌজন্যের ছবি দেখা গেল মানিকতলায়।

আরও পড়ুন- শহিদ ক্যাপ্টেন অংশুমানের স্ত্রীকে অশালীন মন্তব্য! সোশ্যাল মিডিয়ায় ছিছিক্কার, যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করল পুলিশ

বুধবার বেলার দিকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডে ভোট দিতে এসেছিলেন কল্যাণের মা সন্ধ্যা চৌবে। সত্তরোর্ধ্ব বৃদ্ধা ভোট দিতে এলেও তাঁর সঙ্গে ‘ভোটার স্লিপ’ ছিল না। কল্যাণ চৌবের মা জানান, তিনি সেটা আনতে ভুলে গিয়েছেন। ফলে কোন বুথের কোন পার্টে ভোট দিতে যাবেন তিনি তা নিয়ে ধন্দে পড়েন। বিষয়টি নজরে আসতেই এগিয়ে আসেন মানিকতলার তৃণমূলের মুখ্য নির্বাচনী এজেন্ট তথা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্যকিশোর রাউত। তিনিই ভোট দিতে সাহায্য করেন সন্ধ্যা চৌবেকে ৷

Kunal Ghosh: ‘সারারাত ঘুমায়নি’, কল্যাণ চৌবেকে নিয়ে ফের বিস্ফোরক কুণাল ঘোষ! সরগরম মানিকতলা

কলকাতা: ভোটের দিন সকালেও মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার সকালে কুণাল ঘোষ বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে কটাক্ষ করে বলেন, ”কল্যাণ চৌবে যেন খালি পেটে না থাকে। আজ যেন বেশি করে জল খায়। হারবে সবাই জানে। কিন্তু শরীরটা দেখে রাখুক। চোখ মুখের অবস্থা দেখেছেন, কালি পড়ে গেছে চোখের তলায়। সারারাত ঘুম হয়নি।”

এরপরই কুণালের সংযোজন, ”আমি গতকাল যে অডিও ক্লিপ দিয়েছি, তার পরে ওর দলের শীর্ষ নেতৃত্বর কেউ ওর পাশে দাঁড়াইনি। ও আবার মানুষের পাশে কি দাঁড়িয়ে থাকবে!”

আরও পড়ুন: বড় মনের পরিচয় দ্রাবিড়ের, ফেরালেন বোর্ডের ২.৫ কোটি, নেবেন সাপোর্ট স্টাফের সমান বোনাস

ভোটের হার নিয়েও কুণাল বলেন, ”কিছু জায়গায় ভোট কম পড়েছে। সংগঠকদের সবাই ময়দানে নেমে পড়েছেন। বিকেলের মধ্যে শতাংশ ঠিক হয়ে যাবে। হারের ভয়ে নানা কথা বলে চলেছেন বিজেপি প্রার্থী। উপনির্বাচনে ভোট কম পড়ে। কিন্তু সুপ্তি পান্ডে বিপুল ভোটে জিতবেন।”

এদিকে, বাগদার বিজেপি প্রার্থীর আক্রান্তের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। অবিলম্বে ফোর্স পাঠানোর নির্দেশ কমিশনের। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট চাইল কমিশন। অবিলম্বে এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ কমিশনের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে। প্রয়োজনে আরও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ কমিশনের।

Kunal Ghosh vs Kalyan Chaubey: ‘বিজেপিতে যোগ দিতে চান কুণাল’, দাবি কল্যাণের! রাত আটটায় ফের বোমা ফাটাবেন তৃণমূল নেতা

কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের দাবি পাল্টা দাবিকে কেন্দ্রে করে জমজমাট মানিকতলা উপনির্বাচন৷ এ দিন সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ চাঞ্চল্যকর দাবি করে বলেন, গত রবিবার তাঁকে ফোন করেছিলেন কল্যাণ চৌবে৷ মানিকতলায় তৃণমূল প্রার্থীকে হারাতে দলের সঙ্গে অন্তঘার্ত করার বিনিময়ে কল্যাণ তাঁকে ক্রীড়াক্ষেত্রে বড় কোনও পদ পাইয়ে দেওয়ার টোপ দেন বলে দাবি করেন কুণাল৷

কুণাল ঘোষের এই সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যে মুখ খুললেন কল্যাণ চৌবে৷ মানিকতলার বিজেপি প্রার্থীর পাল্টা দাবি, কুণাল অনেক দিন ধরেই বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন৷ এমন কি, তাঁর কাছেও এ বিষয়ে তদ্বির করেছিলেন তৃণমূল নেতা৷ সেই সূত্রেই তিনি কুণালকে তাঁকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী৷

আরও পড়ুন: ‘মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছে, দশ দিনের মধ্যে দাম কমাতে হবে!’ নির্দেশ ক্ষুব্ধ মমতার

কল্যাণ চৌবে বলেন, ‘আমার সঙ্গে কুণাল ঘোষের দীর্ঘ দিনের পরিচয়৷ বইমেলায় আমার বইয়ের উদ্বোধনেও উনি উপস্থিত ছিলেন, আমার বাড়িতেও এসেছেন৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগেও বিজেপিতে যোগ দেওয়ার জন্য কুণাল আমার কাছে এসেছিলেন৷ দলের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ওনার দেখাও করিয়ে দিয়েছিলাম৷ কিন্তু দল তখন ওনাকে নিতে চায়নি৷’

কল্যাণের দাবি,  এখনও বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন কুণাল৷ বিজেপি প্রার্থীর দাবি, ‘চলতি মাসের শেষে কুণাল ঘোষ রাজ্যের বাইরে বিজেপি নেতাদের সঙ্গে বসতে চেয়েছিলেন।‌ এক মধ্যস্থতাকারীর মাধ্যমে রাজ্যের বাইরে বসার কথা বলেছিলেন। ৷ হয়তো এসব হওয়ার পর তিনি সেই বৈঠক কিছুটা পিছিয়ে দেবেন৷ আমি ভেবেছিলাম, কুণাল ঘোষ যখন বিজেপিতে আসতেই চাইছেন তাহলে ওনার থেকে সাহায্য নেওয়াই যায়৷ আর প্রার্থী হিসেবে সাহায্য চেয়ে আমি তো দলমত নির্বিশেষে সবাইকেই ফোন করছি৷’

কল্যাণ দাবি করেছেন, কুণাল নিজেই তাঁকে রবিবার রাত এগারোটার পর ফোন করতে বলেছিলেন৷ তবে তিনি কুণালকে ক্রীড়াক্ষেত্রে বড় কোনও পদ পাইয়ে দেওয়ার টোপ দেননি বলেই দাবি করেছেন কল্যাণ৷ তাঁর দাবি, কুণালের প্রকাশ করা অডিওতে তাঁর গলা বিকৃত করা হয়েছে৷

কল্যাণ চৌবের এই বিস্ফোরক দাবির জবাব দিয়ে কুণাল পাল্টা বলেন,  ‘আপনার সেই সময়ের সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞেস করে দেখুন কোনওদিন আমি বিজেপিতে যোগ দিতে চেয়েছি কি না৷ বিজেপির এত নেতার সঙ্গে পরিচয় আছে, কেন পচা কল্যাণকে বলতে যাবো? আমি ওনার বাড়ি গিয়েছি, উনি আমার বাড়িতে এসেছেন৷ মোহনবাগান নিয়ে কথা হয়েছে৷ কারণ ওনার স্ত্রী অঞ্জন মিত্রের কন্যা৷ অঞ্জনদাই আমাকে বলেছিলেন তাঁর কন্যার সঙ্গে একবার বৈঠক করতে৷’

কুণাল দাবি করেছেন, তাঁর সঙ্গে কল্যাণ চৌবের পুরো কথোপকথনের অডিও রাত আটটায় তিনি প্রকাশ করবেন৷ কুণালের পাল্টা প্রশ্ন, ‘আমি তো মানিকতলার ভোটার নই, বেলেঘাটার ভোটার৷ তাহলে আমাকে ফোন করতে গেলেন কেন? সিবিআইকে চিঠি দিয়ে বলুন তদন্ত করে দেখতে অডিও বিকৃত করেছি কি না৷ কে কল্যাণ চৌবে, আমার বাড়িতে মুকুল রায় এসে বিজেপিতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, আমি ফিরিয়ে দিয়েছি৷ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আমাকে চেনেন৷ আমার নিজের কাকা গুজরাত ক্যাডারের আইএএস৷ নরেন্দ্র মোদি জড়িয়ে ধরে আমার সঙ্গে ছবি তুলেছেন৷ আমার পরিচয়ের স্তরটা একটু জেনে নিয়ে কথা বলবেন৷ বিজেপিতে যেতে গেলে আমার কল্যাণ চৌবেকে ধরতে হবে না৷’ তাঁর সঙ্গে কল্যাণ চৌবের কথোপকথনের পুরো অডিও টেপ তিনি আজ রাত আটটায় প্রকাশ করবেন বলে জানিয়েছেন কুণাল৷