Salman Rushdie on Kamala Harris: এবার সমর্থন জানালেন সলমন রুশদি! কমলা হ্যারিসের ভূয়সী প্রশংসা মুম্বইয়ের ছেলের, কটাক্ষ ট্রাম্পকে

আমেরিকা: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এবার ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থনে এগিয়ে এলেন ভারতীয় বংশোদ্ভূত স্বনামধন্য লেখক সলমন রুশদি৷ মুম্বইয়ে জন্ম হলেও বর্তমানে তিনি মার্কিন প্রদেশেরই নাগরিক৷ সেখানকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন করে সলমন রুশদি জানান, তিনি বিশ্বাস করেন যে ডোনাল্ড ট্রাম্প সে দেশকে একনায়কতন্ত্রের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে, তাঁর গতি রুদ্ধ করতে পারে একমাত্র কমলা হ্যারিসই৷

রবিবার হ্যারিসের সমর্থনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ইন্দো-আমেরিকান কমিউনিটির ‘সাউথ এশিয়ান মেন ফর হ্যারিস’৷ সেই অনুষ্ঠানে প্রোথিতযশা আইনজীবী থেকে শুরু করে লেখক, নীতি বিশেষজ্ঞ, ব্যবসায়ী বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন৷

আরও পড়ুন: ‘বলতে না দেওয়া অনৈতিক কাজ হয়েছে,’ নীতি আয়োগ নিয়ে মমতার পাশে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

রবিবারের সেই অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করার সময়েই উপরোক্ত মন্তব্য করেন সলমন রুশদি৷ তিনি বলেন, ‘‘এটা একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত৷ আমি মুম্বইয়ের ছেলে৷ আমার দেখে খুব ভাল লাগছে যে ভারতীয় বংশোদ্ভূত একজন মহিলা হোয়াইট হাউজের দৌড়ে শামিল হয়েছেন৷ আমার স্ত্রী-ও আফ্রিকী-আমেরিকান৷ তাই আমাদের এটা খুব ভাল লাগছে যে একজন ব্ল্যাক এবং ভারতীয় মহিলা হোয়াইট হাউজের দৌড়ে রয়েছেন৷’’

আরও পড়ুন: নীতি আয়োগে মমতাকে বলতে বাধা! প্রসঙ্গ উঠতেই উত্তপ্ত বিধানসভা, স্লোগান পাল্টা স্লোগান তৃণমূল-বিজেপির

ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত বিরোধিতা করে রুশদি বলেন, ‘‘আমরা এর উল্টোটা হতে দিতে পারি না৷ ওই ফাঁপা লোকটা, যার একটাও গুণ নেই, দেশটাকে একনায়কতন্ত্রের দিকে টেনে নামাতে চাইছে, এটা হতে পারে না৷ আর হ্যারিসই সেই একমাত্র মানুষ, যে এটা আটকাতে পারে৷’’