Kanchan Mullick-Sreemoyee Chattoraj: বলিউডকে ১০ গোল! অনাবৃত উর্ধ্বাঙ্গ কাঞ্চনের, কালো বিকিনিতে শ্রীময়ী, সোহাগে মাখামাখি

মধুচন্দ্রিমায় মলদ্বীপে পাড়ি দিয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। শহুরে ব্যস্ততা থেকে দূরে আপাতত নীল জলের দেশে অবসর যাপন দু'জনের। বিশেষ মুহূর্তগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তারকা-দম্পতি।
মধুচন্দ্রিমায় মলদ্বীপে পাড়ি দিয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। শহুরে ব্যস্ততা থেকে দূরে আপাতত নীল জলের দেশে অবসর যাপন দু’জনের। বিশেষ মুহূর্তগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তারকা-দম্পতি।
মলদ্বীপের বিলাসবহুল রিসর্টে থাকছেন কাঞ্চন-শ্রীময়ী। সম্প্রতি নিজেদের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তাঁর পরণে কালো টু-পিস বিকিনি। তার উপর একই রঙের পাতলা শ্রাগ। চোখে কালো চশমা। মুখে মৃদু হাসি।
মলদ্বীপের বিলাসবহুল রিসর্টে থাকছেন কাঞ্চন-শ্রীময়ী। সম্প্রতি নিজেদের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তাঁর পরণে কালো টু-পিস বিকিনি। তার উপর একই রঙের পাতলা শ্রাগ। চোখে কালো চশমা। মুখে মৃদু হাসি।
জলের ধারে স্বামী কাঞ্চনকে নিয়েও লেন্সবন্দি শ্রীময়ী। অনাবৃত উর্ধ্বাঙ্গে স্ত্রীকে জড়িয়ে পোজ দিয়েছেন কাঞ্চন। আবার শ্রীময়ীর সঙ্গে জলকেলিতেও মজেছেন অভিনেতা।
জলের ধারে স্বামী কাঞ্চনকে নিয়েও লেন্সবন্দি শ্রীময়ী। অনাবৃত উর্ধ্বাঙ্গে স্ত্রীকে জড়িয়ে পোজ দিয়েছেন কাঞ্চন। আবার শ্রীময়ীর সঙ্গে জলকেলিতেও মজেছেন অভিনেতা।
বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি। শ্রীময়ীর জন্মদিন উপলক্ষে শহর ছেড়ে নীল জলের দেশ মলদ্বীপে পাড়ি দিলেন তাঁরা। কখনও সমুদ্র সৈকতে ভালবাসার উদযাপন, কখনও আবার চারদিক ঘুরে দেখা। নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী।
বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি। শ্রীময়ীর জন্মদিন উপলক্ষে শহর ছেড়ে নীল জলের দেশ মলদ্বীপে পাড়ি দিলেন তাঁরা। কখনও সমুদ্র সৈকতে ভালবাসার উদযাপন, কখনও আবার চারদিক ঘুরে দেখা। নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী।
তারকা-দম্পতির বয়সে প্রায় তিন দশকের ফারাক। কিন্তু তাঁদের ভালবাসা সেই অঙ্ক কষেনি। মাস কয়েক আগেই ঘটা করে সাতপাক ঘুরেছে টলিউডের তারকা-দম্পতি। আপাতত সুখে সংসার করেছেন তাঁরা।
তারকা-দম্পতির বয়সে প্রায় তিন দশকের ফারাক। কিন্তু তাঁদের ভালবাসা সেই অঙ্ক কষেনি। মাস কয়েক আগেই ঘটা করে সাতপাক ঘুরেছে টলিউডের তারকা-দম্পতি। আপাতত সুখে সংসার করেছেন তাঁরা।