Kanchenjunga Express accident: সিগন্যাল বিভ্রাট? নাকি অন্যকিছু, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার দায় কার? এবার শুরু তদন্ত

কলকাতা: সপ্তাহের শুরুতেই ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গ৷ দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে হঠাৎই সজোরে এসে ধাক্কা মারল একটি মালগাড়ি৷ দুর্ঘটনায় ইতিমধ্যেই ৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে৷ আহত অন্তত ৬০ জন৷ তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক৷ দুর্ঘটনার পরেই সোমবার বিকেলে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও৷

দুর্ঘটনার পর থেকে ফের রেলের চূড়ান্ত অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা৷ দুর্ঘটনা ঘিরে রাজনীতির জল গড়িয়েছে বহু দূর৷ প্রশ্ন উঠেছে, স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা থাকতে কী ভাবে একই ট্র্যাকে চলে এল দু’টি ট্রেন৷পশ্চিমবঙ্গে কেনই বা এখনও চালু করা যায়নি রেল সুরক্ষা ব্যবস্থা ‘কবচ’৷ গাফিলতি ঠিক কোথায়? কোথায় সমস্যা?

সংবাদমাধ্যমের সামনে অবশ্য রেলমন্ত্রী জানিয়েছেন, এখন রাজনীতি করার সময় নয়, কী ভাবে এদিনের দুর্ঘটনা ঘটল, তা জানতে পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত হবে৷

আরও পড়ুন: রায়বরেলিতেই থাকছেন রাহুল গান্ধি! এবার ওয়ানাদ থেকে ভোটে হাতেখড়ি আরেক গান্ধি প্রিয়ঙ্কার

সূত্রের খবর, এদিনের ঘটনার দায়িত্ব ইতিমধ্যেই হাতে তুলে নিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিসিআরএস)৷ প্রসঙ্গত, এটি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অন্তর্গত৷

জানা গিয়েছে, আগামী তিন দিন ধরে চলবে এই তদন্ত প্রক্রিয়া। ফরেন্সিক দল আগামিকাল, অর্থাৎ, মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছবে।

রেলের একটি সূত্র বলছে, এদিন সকাল থেকেই রেল পথের ওই অংশে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা বিকল হয়ে পড়েছিল৷ এমন ক্ষেত্রে, যে অংশে সিগন্যাল খারাপ থাকে, সেখানে ট্রেনের চালকদের লাল সিগন্যাল পেরিয়ে যাওয়ার জন্য হাতে লেখা একটি কাগজ দেন স্টেশন মাস্টাররা৷ রেলের ভাষায় যার নাম টিএ ৯১২৷

আরও পড়ুন: স্থানীয় যুবকের বাইকে চড়েই ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব! বললেন, ‘এটা রাজনীতি করার সময় নয়’

সূত্রের খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ওই পেপার ক্লিয়ারেন্স দিয়েছিল রাঙাপানি স্টেশন৷ কিন্তু, সেই ট্রেন স্টেশন ছাড়ার আগেই কীভাবে সেখানে চলে এল মালগাড়িটি?

এই প্রশ্নের উত্তরে প্রথমেই জল্পনা তৈরি করে দেওয়া হয়েছিল, মালগাড়িটির চালক সিগন্যাল না পেয়ে ওভারশ্য়ুট করে এগিয়ে গিয়েছিলেন৷ কিন্তু, কোনও কিছু বিশদে তদন্ত না করেই কী ভাবে মৃত চালকের উপরে দায় চাপানোর চেষ্টা করা হল? তাহলে কি তিনি সিগন্যাল গ্রিনই দেখেছিলেন? সেই সিগন্যাল দেখেই তিনি ট্রেন এগিয়ে নিয়ে যান? প্রশ্ন রয়েছে বহু ক্ষেত্রেই৷ এখন তকন্তে কী সামনে আসে, সেটাই দেখার৷