কার্গিল বিজয় দিবস

Kargil Vijay Diwas: ‘শিক্ষা নেয়নি পাকিস্তান…’, কার্গিল বিজয় দিবসে ‘প্রতিবেশীকে’ কড়া বার্তা মোদির! শিংকুন লা টানেলের কাজের সূচনা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি আজ শুক্রবার। এই উপলক্ষে এদিন লাদাখে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপরই ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানকে। মোদি বলেন, “অতীত থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান। সব সন্ত্রাসবাদী হামলা ব্যর্থ করে দেব আমরা।”

২৫ বছর আগে, কার্গিল যুদ্ধে শহিদ বীর সেনা সদস্যদের উদ্দ্যেশ্যে শ্রদ্ধা জানান মোদি। বলেন, “কার্গিল যুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করেছিলেন যাঁরা, সেই সকল সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাই।” মোদি এরপরেই পাকিস্তানকে নিশানা করে বলেন, “আমি সন্ত্রাসবাদের প্রভুদের বলব, ওদের অপচেষ্টা কখনই সফল হবে না। শত্রুদের যোগ্য জবাব দেব। লাদাখ বা ​​জম্মু ও কাশ্মীরের উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে হারাবে ভারত।”

“পাকিস্তান তার ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি। তারা সন্ত্রাসবাদ এবং ছায়া যুদ্ধ ব্যবহার করে। আমি আজ এমন একটি জায়গা থেকে কথা বলছি, যেখানে সন্ত্রাসবাদীরা সরাসরি আমার কথা শুনবে। আমি তাদের বলতে চাই, তাদের পরিকল্পনা কখনই সফল হবে না। লাদাখ হোক বা ​​জম্মু ও কাশ্মীর, আমরা উন্নয়ন চালিয়ে যাব।”

আরও পড়ুন: বাংলাদেশে ঘূর্ণাবর্ত! আগামী ৪৮ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে! আবহাওয়ার ‘নতুন’ সতর্কতা আলিপুরের

শুক্রবার সকাল সাড়ে ৯টায় কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছন প্রধানমন্ত্রী। তার আগে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদি লেখেন, কার্গিল বিজয় দিবস প্রত্যেক ভারতীয়র জন্য এক বিশেষ দিন। তিনি বলেন, “আমাদের দেশকে যাঁরা রক্ষা করেছেন, তাঁদের সকলকে আজ শ্রদ্ধা জানানোর দিন। শিংকুন লা টানেল প্রকল্পের কাজও আজ শুরু হবে। বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় লেহ-র সঙ্গে যোগাযোগ উন্নত করতে, এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ।”