কলকাতা: ৮৭ তম বর্ষে কাশী বোস লেন সর্বজনীন দুর্গোৎসব। কাশী বোস লেন সর্বজনীন দুর্গোৎসবে এবার যথার্থই নারী শক্তির আবাহন। রাজা রামমোহন রায় এবং ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, বঙ্গের নারীদের ক্ষমতায়নে এই দুই মনীষীর অবদানের কথা মাথায় রেখে মন্ডপের বাইরের অংশে তাঁদের সতীদাহ প্রথা রদ এবং বিধবা বিবাহ আন্দোলনকে সম্মাননা জ্ঞাপন করে একাধিক ইনস্টলেশন রয়েছে।
আরও পড়ুন- বাইরে বিক্ষোভ, ভিতরে ময়নাতদন্ত! জয়নগরের মৃত শিশুর দেহ ঢুকে গেল মর্গে! কড়া নিরাপত্তায় AIIMS
মন্ডপে রয়েছে রামমোহন এবং বিদ্যাসাগরের অসাধারণ প্রতিকৃতিও। মন্ডপের ভিতরের অংশে অর্থাৎ গর্ভগৃহে শুধু দেবী মা দুর্গা অনুষ্ঠান করছেন তা-ই নয়, সেখানে কাপড়ের উপরে সুতোর বুনোনে প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথিত যশা নারীদের।
আরও পড়ুন- ‘দাম্পত্য নিয়ে ঐশ্বর্যকে পরামর্শ দেওয়ার প্রয়োজন…’ কী বলতে গিয়ে বেঁকে বসলেন শ্বেতা-জয়া?
মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মহাশ্বেতা দেবী, মেরি কম, কল্পনা চাওলা, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে লতা মঙ্গেশকরের ছবি যেরকম সেখানে রয়েছে, সেরকমই সুতোর অনবদ্য কারিকুরিতে ফুটে উঠেছে সদ্য অলিম্পিক পদকজয়ী মানু ভাকরের ছবিও।
নারীশক্তির এই উদযাপন এবং দেবীর শান্ত স্নিগ্ধ সৌম্যরূপ দর্শন করতে মহা চতুর্থী সকাল থেকেই রীতিমতো ভিড় জমেছে উত্তর কলকাতার এই ঐতিহ্যবাহী পুজো মন্ডপে।