কৌশিকী অমাবস্যা

Kaushiki Amavasya 2024: নারকেল, সিঁদুর, চিনি…! আজ কৌশিকী অমাবস্যার মাহেন্দ্রক্ষণে করুন ৬ কাজ, দীর্ঘ অর্থাভাব ঘুচবে, সুখের বৃষ্টি

*কৌশিকী অমাবস্যা পালন করেন অনেকে। এদিন বেশ কিছু কাজ রয়েছে, যেগুলি করলে ভাগ্যদেবী প্রসন্ন হন। জীবনে সুখ -শান্তি নেমে আসে, অর্থের বন্যা বয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*কৌশিকী অমাবস্যা পালন করেন অনেকে। এদিন বেশ কিছু কাজ রয়েছে, যেগুলি করলে ভাগ্যদেবী প্রসন্ন হন। জীবনে সুখ -শান্তি নেমে আসে, অর্থের বন্যা বয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*আজ ভরা অমাবস্যা। এই অমাবস্যায় বেশ কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয়। অনেকেই এই অমাবস্যা মন থেকে পালন করেন, এই বিশেষ তিথির জন্য সারা বছর অপেক্ষায় থাকেন। এ দিনে নিষ্ঠা ভরে দেবী তারার পুজো করলে জীবনে সুখের অভাব হবে না।
*আজ ভরা অমাবস্যা। এই অমাবস্যায় বেশ কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয়। অনেকেই এই অমাবস্যা মন থেকে পালন করেন, এই বিশেষ তিথির জন্য সারা বছর অপেক্ষায় থাকেন। এ দিনে নিষ্ঠা ভরে দেবী তারার পুজো করলে জীবনে সুখের অভাব হবে না।
*বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ১৬ ভাদ্র (রবিবার, ১ সেপ্টেম্বর) ভোর ৫ টা ২৩ মিনিটে অমাবস্যা তিথির শুরু হয়ে গিয়েছে। ১৭ ভাদ্র (সোমবার, ২ সেপ্টেম্বর) দিনভর অমাবস্যা থাকছে। ২৪ ঘণ্টার বেশি থাকছে অমাবস্যা তিথি। ১৮ ভাদ্র (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) সকাল ৭ টা ২৬ মিনিটে অমাবস্যা তিথি ছাড়বে।
*বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ১৬ ভাদ্র (রবিবার, ১ সেপ্টেম্বর) ভোর ৫ টা ২৩ মিনিটে অমাবস্যা তিথির শুরু হয়ে গিয়েছে। ১৭ ভাদ্র (সোমবার, ২ সেপ্টেম্বর) দিনভর অমাবস্যা থাকছে। ২৪ ঘণ্টার বেশি থাকছে অমাবস্যা তিথি। ১৮ ভাদ্র (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) সকাল ৭ টা ২৬ মিনিটে অমাবস্যা তিথি ছাড়বে।
*গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, অমাবস্যা তিথি শুরু ১৫ ভাদ্র (রবিবার, ১ সেপ্টেম্বর) ভোর ৫ টা ৫ মিনিট ৫২ সেকেন্ডে। ১৬ ভাদ্র (সোমবার, ২ সেপ্টেম্বর) অহোরাত্র অমাবস্যা থাকছে। অমাবস্যা তিথি শেষ হবে ১৭ ভাদ্র (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) সকাল ৬ টা ২৯ মিনিট ৫৮ সেকেন্ডে।
*গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, অমাবস্যা তিথি শুরু ১৫ ভাদ্র (রবিবার, ১ সেপ্টেম্বর) ভোর ৫ টা ৫ মিনিট ৫২ সেকেন্ডে। ১৬ ভাদ্র (সোমবার, ২ সেপ্টেম্বর) অহোরাত্র অমাবস্যা থাকছে। অমাবস্যা তিথি শেষ হবে ১৭ ভাদ্র (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) সকাল ৬ টা ২৯ মিনিট ৫৮ সেকেন্ডে।
*জ্যোতিষশাস্ত্র মতে, কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়৷ তাই এদিন উপোস রাখতে পারলে খুবই ভাল। তা না পারলেও নিরামিষ খান। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ও ভক্তিভরে প্রার্থণা করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সরে যেতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*জ্যোতিষশাস্ত্র মতে, কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়৷ তাই এদিন উপোস রাখতে পারলে খুবই ভাল। তা না পারলেও নিরামিষ খান। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ও ভক্তিভরে প্রার্থণা করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সরে যেতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে।
*অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে।
*অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সে দিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্র যেন না থাকে, সে দিকে খেয়াল রাখবেন।
*অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সে দিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্র যেন না থাকে, সে দিকে খেয়াল রাখবেন।
*এ দিন চেষ্টা করবেন কাউকে কোনও খারাপ কথা না বলার। এতে খারাপ প্রভাব পড়তে পারে জীবনে।
*এ দিন চেষ্টা করবেন কাউকে কোনও খারাপ কথা না বলার। এতে খারাপ প্রভাব পড়তে পারে জীবনে।
*এ দিন কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন। ভাঙা জিনিশ বাড়ি থেকে সরিয়ে ফেলাই ভাল।
*এ দিন কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন। ভাঙা জিনিশ বাড়ি থেকে সরিয়ে ফেলাই ভাল।
*একটি শুকনো নারকেল, অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে, এমন নারকেল নিয়ে তার এক দিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুরে দিন ভিতরে। এ বার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে। মনে রাখবেন এই কাজ করতে হবে সকলের অগোচরে।
*একটি শুকনো নারকেল, অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে, এমন নারকেল নিয়ে তার এক দিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুরে দিন ভিতরে। এ বার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে। মনে রাখবেন এই কাজ করতে হবে সকলের অগোচরে।
*এ দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না। পুজোইয় তুলসী পাতা লাগলে, তা আগে থেকে তুলে রাখুন।
*এ দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না। পুজোইয় তুলসী পাতা লাগলে, তা আগে থেকে তুলে রাখুন।