Kaushiki Amavasya 2024: মহাযোগ…! কৌশিকী অমাবস্যার দিন কপাল খুলে যাবে এই তিন রাশির, ধনসম্পদ বর্ষিত হবে…

কৌশিকী অমাবস্যার তিথিতে অশুভ শক্তি বিনাশ করা হয়। প্রতিষ্ঠিত হয় শুভ শক্তি। তন্ত্রসাধনার ক্ষেত্রেও কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে।
কৌশিকী অমাবস্যার তিথিতে অশুভ শক্তি বিনাশ করা হয়। প্রতিষ্ঠিত হয় শুভ শক্তি। তন্ত্রসাধনার ক্ষেত্রেও কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে।
ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে। তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন। কথিত রয়েছে, এই তারাপীঠে, কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তন্ত্র মতে, এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়। সংগৃহীত ছবি।
ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে। তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন। কথিত রয়েছে, এই তারাপীঠে, কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তন্ত্র মতে, এই রাতকে ‘তারা রাত্রি’ও বলা হয়। সংগৃহীত ছবি।
কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয়, তন্ত্রসাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা-বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয়, তন্ত্রসাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা-বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। সংগৃহীত ছবি।
এই অমাবস্যায় সিংহ রাশির জাতক-জাতিকারা লাভবান হতে পারেন। এঁদের আয় বৃদ্ধি ঘটবে, অর্থের উৎস খুলে যাবে, ধনসম্পত্তি বাড়বে। সঞ্চয়ও করতে পারেবেন। যে কোনও সময়েই কোনও সুখবর পেতে পারেন এঁরা।
এই অমাবস্যায় সিংহ রাশির জাতক-জাতিকারা লাভবান হতে পারেন। এঁদের আয় বৃদ্ধি ঘটবে, অর্থের উৎস খুলে যাবে, ধনসম্পত্তি বাড়বে। সঞ্চয়ও করতে পারেবেন। যে কোনও সময়েই কোনও সুখবর পেতে পারেন এঁরা।
সিংহের পাশাপাশি এই অমাবস্যায় কন্যা রাশির জাতক-জাতিকারা লাভবান হতে পারেন। এঁদের আয় বৃদ্ধি ঘটবে।
সিংহের পাশাপাশি এই অমাবস্যায় কন্যা রাশির জাতক-জাতিকারা লাভবান হতে পারেন। এঁদের আয় বৃদ্ধি ঘটবে।
বলা হয়, কৌশিকী অমাবস্যার দিন অন্তত সারাদিন উপবাস থাকা উচিত। যদি কোনও কারণে উপবাস না থাকা হয় তাহলে অন্তত পক্ষে নিরামিষ খাবার খাওয়া উচিত।
বলা হয়, কৌশিকী অমাবস্যার দিন অন্তত সারাদিন উপবাস থাকা উচিত। যদি কোনও কারণে উপবাস না থাকা হয় তাহলে অন্তত পক্ষে নিরামিষ খাবার খাওয়া উচিত।
কৌশিকী অমাবস্যার রাতে বাড়িতে ১০৮টি তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত। এতে সকল ঋণাত্মক শক্তি দূরে থাকবে।
কৌশিকী অমাবস্যার রাতে বাড়িতে ১০৮টি তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত। এতে সকল ঋণাত্মক শক্তি দূরে থাকবে।