ফলে ভূমিধস আরও তীব্র হয়। ভূমিধ্বসের ক্ষেত্রফল ৮৬ হাজার বর্গমিটার। স্যাটেলাইটে ভূমিধ্বসের আগের এবং পরের ছবি উঠে এসেছে। দেখা যাচ্ছে, ধ্বসের কারণে নদীর গতিপথ আরও চওড়া হয়ে গিয়েছে। ফলে নদী তীরবর্তী বাড়ি এবং অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

Waynad: কেরলের ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮! চাপা পড়ে আছেন আরও কত!

ধস নেমে বিপর্যস্ত কেরলের ওয়ানাড। বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮৷ প্রাকৃতিক এই বিপর্যয়ে আহতের সংখ্যা শতাধিক৷ এখনও বহু মানুষ কাদা মাটির নীচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷