IPL 2024: রাজস্থানের বিরুদ্ধে আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন খলিল আহমেদ, কী করেছেন দিল্লির বোলার?

দিল্লি: দিল্লি বনাম রাজস্থানের ম্যাচে ২০ রানে জিতে প্লে অফের লড়াইয়ে রয়েছে দিল্লি। রাজস্থানের বিরুদ্ধে ২ উইকেট নিয়ে ৪৭ রান দিয়েছেন দিল্লির বোলার খলিল আহমেদ। দু’টি উইকেটের মধ্যে রয়েছে যশস্বী এবং শুভম দুবের উইকেট। তবে সেই ম্যাচে তিনি না চাইতেও লজ্জার এক নজির গড়েছেন।

আরও পড়ুন: দিল্লির কাছে হারের পরে শাস্তি হল সঞ্জু স্যামসনের, বিপাকে রাজস্থানের অধিনায়ক 

খলিল ৪ ওভারে মূল্যবান ৪৭ রানই শুধু দেননি, সেই সঙ্গে একটি লজ্জার রেকর্ড গড়েছেন। নিজের ৪টি ওভারের মধ্যে মোট ৭টি ওয়াইড বল করেছেন, আইপিএলে এটাই সর্বোচ্চ। এর আগে গুজরাতের বিরুদ্ধে ২০২৩ সালে চেন্নাইয়ের জোরে বোলার সাতটি ওয়াইড করেছেন। আর একটি ওয়াইড করলেই মাহিশার নজির ভেঙে দিতে পারতেন।

আরও পড়ুন: ১১ রকম হর্ন রয়েছে ভারতীয় রেলে, কোনটির কী অর্থ জানলে অবাক হবেন

দিল্লির হয়ে এই মরসুমে আইপিএলে ১৪টি উইকেট নিয়েছেন খলিল। কিন্তু ১২টি ম্যাচে মোট ৪২৬ রান দিয়েছেন দিল্লির বাঁ হাতি বোলার, ইকোনমি রেট ৯.৬৮। দিল্লিকে প্লে অফে উঠতে হলে রানের দিকে কার্পণ্য করতে হবে খলিলকে।