খানাকুল থেকে ঘাটাল। এখনও জলমগ্ন বিস্তীর্ণ এলাকা।

Hooghly News: এখনও জলের তলায় খানাকুল-সহ হুগলির বিস্তীর্ণ অঞ্চল, বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছে প্রশাসন

খানাকুল: গত কয়েকদিনের টানা বৃষ্টি আর তার সঙ্গে ডিভিসির ছাড়া জলে ত্রাহি ত্রাহি অবস্থা গোটা হুগলি জেলা জুড়েই। বৃষ্টি থেমেছে, রোদ ফুটলেও খানাকুলে বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। সার্বিক ভাবে বহু এলাকা এখনও জলের তলায়। খানাকুল ১ নম্বর ও ২ নম্বর বিডিও অফিস, পোস্ট অফিস, ভূমি দফতরের অফিস সব জায়গাতেই এখনও জল থই থই অবস্থা।
ইতিমধ্যেই প্লাবিত এলাকা গুলিতে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মানুষের বাড়িতেই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু, জল না কমলে যে পরিস্থিতি স্বাভাবিক হবে না সে কথা মানছেন সবাই।
কিছুদিন আগেই, এখানে বন্যা পরিস্থিতি দেখতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই তৎপর হয়েছে প্রশাসনও।