কাঠের তৈরি রথ

Rath Yatra 2024: সামনেই রথ‌যাত্রা! বাজারে এবার ব্যাপক ট্রেন্ডিং এই ছোট রথ

মুর্শিদাবাদ: ৭ জুলাই এ বছর রথযাত্রা উৎসব। রীতি অনুসারে জগন্নাথ দেব রথে করে যাবেন মাসির বাড়ি। রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে বিভিন্ন মন্দির। উৎসব উপলক্ষে ছোটরাও মেতে ওঠে রথ টানার আনন্দে। জোর কদমে চলছে বিভিন্ন কাঠের দোকানে রথ তৈরির প্রস্তুতি। ছোটদের বিভিন্ন মাপের এই রথ বিক্রি হচ্ছে ৪০০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা দামে।

দোকান ব্যবসায়ী থেকে মিস্ত্রি সকলেই শেষ মুহূর্তে জোর কদমে কাজ করে চলেছেন এই রথ তৈরির জন্য। দাম বাড়লেও পরিবারের ছোট্ট সন্তানের আব্দার মেটাতে এইসব রথ কিনে নিয়ে যাচ্ছেন বড়রা। পরিবারের ছোটো সদস্যের আবদার মেনে রথ কিনে নিয়ে যাওয়ার পরে সেই রথকে ভাল করে সাজিয়ে রাস্তায় বের করা হবে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা কে নিয়ে ছোট্ট রথ পরিক্রমা করবে শহরের বিভিন্ন প্রান্ত।

আরও পড়ুন:লক্ষ্মীর কৃপায় জীবনে অর্থ-সুখের বন্যা, রোজ পুজোর সময় কয়েকটি কাজ, আমূল বদলাবে আপনার জীবন

ব্যবসায়ীদের কথায়, গত বছর থেকে বিক্রি বৃদ্ধি হয়েছে। লাভের মুখ দেখছেন বিক্রেতারা। ক্রেতাদের কথায়, রথ কিনতে এসে পকেটে টান পড়ছে ঠিকই। কিন্তু রথযাত্রা উপলক্ষে বাড়ির ছোটদের জন্য রথ নিয়ে যেতে পেরে খুশি তাঁরাও। আর ক্ষুদেরাও রথের দড়িতে টান দেওয়ার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী