১২ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

Jalpaiguri News: রান্নাঘরে চা করছিলেন বধূ! চোখ গেল চিলেকোঠায়… বাবা গো! ওটা কী ঝুলছে… ভয়ে কাঁটা এলাকাবাসী

জলপাইগুড়ি:  রান্নাঘরে চা করার সময় গৃহকত্রী দেখলেন বিরাটাকৃতি কিং কোবরা। ঘটনাটি মালবাজার মহকুমার মেটেলি ব্লকের মূর্তি বনবস্তি এলাকার।

স্থানীয় সূত্রে খবর,  বিশ্বনাথ ওরাওয়ের রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। তাকে দেখতে পেয়ে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় সর্পপ্রেমী দিবস রাইকে। আসেন এলাকার যৌথ বন সুরক্ষা কমিটির সদস্য সাবুল হক। দিবস রাই এসে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় কিং কোবরাটিকে উদ্ধার করে। এরপর সেটিকে নিয়ে যাওয়া হয় মূর্তি বিট অফিসে। সাপটি সুস্থ থাকায় এদিনই সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। কিং কোবরাটি লম্বায় প্রায় ১২ ফিট।

বর্ষায় সাপের উপদ্রব নতুন কিছু নয়। জমা জলে, জঙ্গলে প্রায়শই  বাড়তে থাকে সাপের উপদ্রব। কিন্তু এবার ঘরে ঢুকে পড়ায় আতঙ্ক বাড়ছে আরও।বর্ষাকাল মানেই যে সাপের উপদ্রব তা আর আলাদা করে বলার কিছু নেই। এই সময় ঝোপেঝাড়ে আস্তানা গাড়ে সাপ। পৃথিবীতে মোট ৩ হাজারের বেশি প্রজাতির সাপ রয়েছে। তবে মাত্র ৭ শতাংশ সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়। তবে সঠিক সময়ে ট্রিটমেন্ট করলে এড়ানো যেতে পারে মৃত্যু।

বেশিরভাগ বিষাক্ত সাপ জলের কাছাকাছি থাকতে পছন্দ করে। কিন্তু ভারতীয় সাপের ক্ষেত্রে এই আচরণ ভিন্ন। তারা গরম জায়গায় বাস করে। আপনি রঙ দ্বারা তাদের সনাক্ত করতে পারেন।