কেন তিনি কিং খান, বুঝিয়ে দিলেন শাহরুখ!

Shah Rukh Khan: কেন তিনি কিং খান, বুঝিয়ে দিলেন শাহরুখ! ভারতীয় ক্রিকেটারকে চমকে দিলেন নিমেষে

কলকাতা: গত মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-কে ২ উইকেটে পরাস্ত করেছে রাজস্থান রয়্যালস (আরআর)। সেই ম্যাচে মাত্র ৯ বলে ১৯ রান তুলেছেন দলের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। এরপরে ম্যাচটিকে পুরোপুরি ভাবে নিজের হাতে নিয়ে নিয়েছিলেন জস বাটলার। মাত্র ৬০ বলে ১০৭ রান তুলে জয়ের কাণ্ডারি হয়ে ওঠেন তিনি।

কলকাতার ইডেন গার্ডেনসে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আর কলকাতা-রাজস্থানের মহারণ দেখতে মাঠে হাজির ছিলেন খোদ বলিউড বাদশা শাহরুখ খান। তিনি আবার কেকেআর-এর মালিকও বটে! তবে হারের যন্ত্রণার মধ্যেই মাঠে নেমে দুই শিবিরের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এমনকী তাঁদের শুভেচ্ছাও জানান। ইতিমধ্যেই রাজস্থান রয়্যালসের যশস্বী কিং খানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন। আর তরুণ ক্রিকেটারের সেই স্বপ্নও পূরণ করেন শাহরুখ।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

যশস্বীর স্বপ্নপূরণের এই মুহূর্তটিকে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে রাজস্থান রয়্যালস। যেখানে দেখা যাচ্ছে, যশস্বী জয়সওয়ালকে জড়িয়ে ধরেছেন শাহরুখ খান। আর যশস্বীর এই ফ্যানবয় মোমেন্টের ব্যাখ্যা দিয়ে রাজস্থান রয়্যালসের তরফে লেখা হয়, ‘বাস ইতনা সা খোয়াব হ্য়ায়।’ এটা সত্যি সত্যিই এক স্বপ্ন পূরণ হওয়ার মুহূর্ত!

প্রসঙ্গত মঙ্গলবারের ম্যাচে কেকেআর প্রথমে ব্যাট করে ২২৩ রান তুলেছিল। সুনীল নারিন একটা ঝোড়ো ইনিংস খেলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। মাত্র ৫৬ বলে তিনি তুলেছিলেন ১০৯ রান। এরপর জবাব দিতে মাঠে নামে রাজস্থান রয়্যালস। তবে প্রথম দিকটা তারা আশানুরূপ ফল পায়নি। প্রথমেই দুই উইকেট চলে যায় – যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন। তবে শেষ পর্যন্ত রুখে দাঁড়ান জস বাটলার। শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও একটা ঝোড়ো ইনিংস উপহার দিয়ে জয় এনে দেন রাজস্থানকে। তিনি ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর তকমা ছিনিয়ে আনেন। চলতি আইপিএল মরশুমে এটা বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি।

এখনও পর্যন্ত আইপিএল-এর এই চলতি মরশুমে সাতটি ম্যাচের মধ্যে ছটি ম্যাচেই জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। বর্তমানে আইপিএল ২০২৪-এর পয়েন্টস টেবিলে শীর্ষস্থানের দাবিদার সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন এই দল।