Viral Video: না আছে হারমোনিয়াম, না কোনও বাদ্যযন্ত্র, বাবা-মেয়ের সুরেলা কন্ঠে সুপার ভাইরাল কিশোর কুমারের গান

#কলকাতা: পরিবার এক আশ্চর্য বন্ধনের জিনিস৷ এখানে কখনও আনন্দ, কখনও দুঃখ মিলিয়ে মিশিয়ে এক আনন্দের আখ্যানকাব্য৷ পরিবার থেকেই শিশুরা নিজেদের প্রথম শিক্ষা পায়৷ মা -বাবা, পরিবারের আরও বড় গুরুজন যাঁরা তাঁরাই প্রথম শিক্ষাগুরু৷ এরকমই  বাবা এবং তার মেয়ের মধ্যে বন্ধনও সেরকমই বিশেষ৷ এই প্রতিবেদন সম্পর্কের গুঢ়তত্ব ব্যাখ্যার জন্য নয়৷ এই প্রতিবেদনে এমন এক ভাইরাল ভিডিও দেখতে পাবেন যা একেবারে মন ছুঁয়ে যাবে৷

 ইন্টারনেট এমনই এক ভার্চুয়াল মিডিয়াম যেখানে আপনার ভিডিও ভাইরাল হতে গেলে আপনাকে সেলিব্রিটিই হতে হবে এমন কোনও কথা নেই৷ মানুষ অর্থাৎ নেটিজেনদের যদি আপনার ভিডিও পছন্দ হয় তাহলেই তা ভাইরাল ভিডিও হয়ে যায়৷  একটি ক্লাসিক বলিউড গানের বাবা-মেয়ের ডুয়েট পারফরম্যান্সের একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও।

 

আরও পড়ুন – Howrah Station: বাপরে বাপ, হাজার -লাখ তো ফেল, ২ কোটি টাকার সোনা ‘এভাবে’ পাওয়া গেল হাওড়া স্টেশনে

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

 

ভিডিওতে কিশোর কুমারের একটি সুপারহিট গান গেয়েছে বাবা ও তাঁর মেয়ে৷ পারফরম্যান্স এতটাই মিষ্টি যে নেটিজেনরা ক্লিপটি শোনার পর লুপে চালিয়ে তার ভিউ বাড়িয়েই চলেছেন। আইপিএস অফিসার অবনীশ শরণ ট্যুইটারে এই গানের ভিডিও শেয়ার করেছেন, ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন বাবা এবং তার মেয়ে বিছানায় বসে আছেন। একেবারেই সাধারণ মধ্যবিত্ত ঘরের ছবি৷  বাপ মেয়ে মিলে গলা খুলে কোনও রকম যন্ত্রানুষঙ্গ ছাড়া দিল্লি কা ঠগ চলচ্চিত্রের সুন্দর ক্লাসিক ‘‘ইয়ে রাতে ইয়ে মৌসম, নদী কা কিনারা ইয়ে চঞ্চল হাওয়া’’ গানটি গাইতে শুরু করেন। কিশোর কুমার এবং আশা ভোঁসলে জুটির গান গেয়েছেন তাঁরা৷

 

আরও পড়ুন – Raj Yog: শনিদেবের চলনে নিজের ত্রিকোণ রাশিতে, রাজযোগে মালামাল হবে চার রাশির জাতক-জাতিকারা

 

ছোট্ট মেয়েটিও এত সুরেলা ভাবে গানটি গেয়েছেন যে তা  শোনার পর আপনিও বাহ বাহ বলা বন্ধ করতে পারবেন না। ক্লিপটি ইতিমধ্যেই প্রায় ৫০ হাজারেরও কাছাকাছি ভিউ পেয়েছে এবং দ্রুত ভাইরাল হচ্ছে৷

নেটিজেনরা মিষ্টি পারফরম্যান্স পছন্দ করেছে৷

 

 

 

 

‘‘ইয়ে রাতে ইয়ে মৌসম, নদী কা কিনারা ইয়ে চঞ্চল হাওয়া’’ গানটি ১৯৫৮ সালে রিলিজ হওয়া সিনেমায় ছিল৷ কিশোর কুমার এবং নূতন অভিনীত, গানটি এখনও সুপারহিট একটি বলিউডের গান৷