Tag Archives: Kishore Kumar

Amit Kumar birthday: অমিত কুমারের জন্মদিনে কলকাতায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ফরএভার অমিত’ 

কলকাতা: অমিত কুমার সঙ্গীত জগতের এক বিশিষ্ট সঙ্গীত শিল্পী। কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমার, রুমা গুহ ঠাকুরতার সন্তান অমিত কুমার। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যাঁয়’, ‘ইঁয়াদ আ রহি হ্যায়’, ‘জিনিসের দাম বেড়েছে’, ‘উঠে সাবকি কদম তারা রাম পাম পাম’, ‘যা পেয়েছি আমি তা চাই না’, ‘ইয়ে জমিন গা রহি হ্যায়’, ‘রোজ রোজ আখোঁ তলে’র মতো অনেক জনপ্রিয় গানের সাথে জড়িয়ে আছে অমিত কুমারের নাম। তাঁর জন্মদিন ৩ জুলাই।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের পরেই বিরাট-রোহিতদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা জয় শাহের

কিশোর কুমার মজা করে বলতেন, তাঁর ছেলে নাকি ওঁনার থেকে এক মাস, এক দিনের বড়! কাজ করেছেন ইন্ডাস্ট্রির প্রায় সব সুরকারদের সঙ্গে। সলিল চৌধুরী, শঙ্কর- জয়কিশন, মদন মোহন, রাহুল দেব বর্মণ, লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল, বাপ্পি লাহিড়ী থেকে জিৎ গাঙ্গুলী, প্রীতম চক্রবর্তী-একাদিক প্রজন্মের হিট গান রয়েছে তাঁর কণ্ঠে।

অমিত কুমারের জন্মদিন উপলক্ষে ২ জুলাই, উত্তম মঞ্চে , সন্ধ্যা ৬টা থেকে আয়োজিত হয়েছে ‘ফরএভার অমিত’, গানে রূপঙ্কর বাগচী, সিধু, অনিন্দ্য বোস, চন্দ্রিমা ভট্টাচার্য্য। আয়োজনে অমিত কুমার ফ্যান ক্লাব। এই বছর আয়োজক সংস্থার কুড়ি বছর পূর্তি। অমিত কুমারের গানে সাজানো এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সঙ্গীত জগতের বহু বিশিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন স্বয়ং অমিত কুমার এবং কিশোর কুমারের পরিবারের সদস্যরা।

কলকাতা এই শহরের সাথে এক নিবিড় সম্পর্ক শিল্পী অমিত কুমারের। তাই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন এই শহরেই করা হয়েছে বলে জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। খুশি অমিত কুমারের অনুরাগীরাও।

Guess the Celebrity: অভাগা অভিনেত্রী…! ২৫ বছরে স্বামীর মৃত্যুর পর আত্মহত্যার চেষ্টা! তিনবার বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম, বিয়ে করতে গিয়েই…

তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য ভক্তরা সর্বদাই মুখিয়ে থাকেন৷ আজ এমন একজন অভিনেত্রীর কথা বলছি তিনি তাঁর প্রথম বিয়ের পর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন৷ মাত্র ২৫ বছর বয়সেই স্বামীর মৃত্যুর পর ফের চলচ্চিত্র ফিরে আসেন৷
তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য ভক্তরা সর্বদাই মুখিয়ে থাকেন৷ আজ এমন একজন অভিনেত্রীর কথা বলছি তিনি তাঁর প্রথম বিয়ের পর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন৷ মাত্র ২৫ বছর বয়সেই স্বামীর মৃত্যুর পর ফের চলচ্চিত্র ফিরে আসেন৷
সৌন্দর্য থেকে অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকদের মন জয় করা সুন্দরী অভিনেত্রী। কিন্তু, তাঁর জীবন ছিল চরম দুঃখের। মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করে স্বামীর সঙ্গে খুবই খুশি ছিলেন তিনি৷ কিন্তু স্বামীর মৃত্যুর পর মানুষের কটুক্তিতে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল অভিনেত্রীর৷ এমনকী আত্মহত্যারও সিদ্ধান্ত নিয়েছিলেন৷ নিজেকে বাঁচাতে ফের চলচ্চিত্রে ফিরে আসেন এবং সিনেমা করতে গিয়েই আবারও এক অভিনেতার প্রেমে পড়েন।
সৌন্দর্য থেকে অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকদের মন জয় করা সুন্দরী অভিনেত্রী। কিন্তু, তাঁর জীবন ছিল চরম দুঃখের। মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করে স্বামীর সঙ্গে খুবই খুশি ছিলেন তিনি৷ কিন্তু স্বামীর মৃত্যুর পর মানুষের কটুক্তিতে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল অভিনেত্রীর৷ এমনকী আত্মহত্যারও সিদ্ধান্ত নিয়েছিলেন৷ নিজেকে বাঁচাতে ফের চলচ্চিত্রে ফিরে আসেন এবং সিনেমা করতে গিয়েই আবারও এক অভিনেতার প্রেমে পড়েন।
এই অভিনেত্রী হলেন লীনা চন্দভারকর৷ যিনি একজন অভিনেতা এবং গায়ককে তার মন দিয়েছিলেন যিনি তিনবার বিয়ে করেছেন ৷ ষাট থেকে সত্তরের দশকের বিখ্যাত অভিনেত্রী লীনা চন্দভারকর সেই সময় থেকে আজ অবধি তার প্রেমের গল্পের জন্য শিরোনামে রয়েছেন।
এই অভিনেত্রী হলেন লীনা চন্দভারকর৷ যিনি একজন অভিনেতা এবং গায়ককে তার মন দিয়েছিলেন যিনি তিনবার বিয়ে করেছেন ৷ ষাট থেকে সত্তরের দশকের বিখ্যাত অভিনেত্রী লীনা চন্দভারকর সেই সময় থেকে আজ অবধি তার প্রেমের গল্পের জন্য শিরোনামে রয়েছেন।
প্রথম স্বামীর মৃত্যুর পর লীনা চন্দভারকর কিশোর কুমারের প্রেমে পড়েন। লীনা ও কিশোরের বিয়ে ছিল অন্যতম জনপ্রিয় বিয়ে। কিশোর কুমার ইতিমধ্যেই তিনবার বিয়ে করেছিলেন এবং এটি ছিল লীনার দ্বিতীয় বিয়ে। লীনা তার চেয়ে ২০ বছরের ছোট ছিল৷
প্রথম স্বামীর মৃত্যুর পর লীনা চন্দভারকর কিশোর কুমারের প্রেমে পড়েন। লীনা ও কিশোরের বিয়ে ছিল অন্যতম জনপ্রিয় বিয়ে। কিশোর কুমার ইতিমধ্যেই তিনবার বিয়ে করেছিলেন এবং এটি ছিল লীনার দ্বিতীয় বিয়ে। লীনা তার চেয়ে ২০ বছরের ছোট ছিল৷
লীনা চন্দভারকর প্রথম থেকেই গ্ল্যামারাস জগতের দিকে ঝুঁকে ছিলেন। তিনি প্রথমে মডেলিং শুরু করেন এবং তারপর ফিল্মফেয়ার আয়োজিত ফ্রেশ ফেস বিউটি কনটেস্টে অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় লীনা দ্বিতীয় স্থান অধিকার করেন। ১৮ বছর বয়সে তিনি বিজ্ঞাপনে কাজ পেতে শুরু করেন। ১৯৬৮ সালে 'মন কা মিট' চলচ্চিত্রে লীনার অভিষেক ঘটে। এই ছবিতে সুনীল দত্তের সঙ্গে দেখা গিয়েছিল লীনাকে। এই ছবি দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে যান এই অভিনেত্রী।
লীনা চন্দভারকর প্রথম থেকেই গ্ল্যামারাস জগতের দিকে ঝুঁকে ছিলেন। তিনি প্রথমে মডেলিং শুরু করেন এবং তারপর ফিল্মফেয়ার আয়োজিত ফ্রেশ ফেস বিউটি কনটেস্টে অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় লীনা দ্বিতীয় স্থান অধিকার করেন। ১৮ বছর বয়সে তিনি বিজ্ঞাপনে কাজ পেতে শুরু করেন। ১৯৬৮ সালে ‘মন কা মিট’ চলচ্চিত্রে লীনার অভিষেক ঘটে। এই ছবিতে সুনীল দত্তের সঙ্গে দেখা গিয়েছিল লীনাকে। এই ছবি দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে যান এই অভিনেত্রী।
লীনা চন্দভারকর মাত্র ২৪ বছর বয়সে সিদ্ধার্থ বন্দোদকরকে বিয়ে করেন। সিদ্ধার্থের পরিবার রাজনীতিতে সক্রিয় ছিল, বিয়ের পর লীনা চলচ্চিত্র ছেড়ে দেন। বিয়ের মাত্র ১১ দিন পরেই লীনা চন্দভারকরের জীবনে ভূমিকম্প হয়। বন্দুক পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হন তার স্বামী সিদ্ধার্থ। এই দুর্ঘটনার পর সিদ্ধার্থকে অনেক চিকিৎসা করানো হলেও সিদ্ধার্থ মারা যায়।
লীনা চন্দভারকর মাত্র ২৪ বছর বয়সে সিদ্ধার্থ বন্দোদকরকে বিয়ে করেন। সিদ্ধার্থের পরিবার রাজনীতিতে সক্রিয় ছিল, বিয়ের পর লীনা চলচ্চিত্র ছেড়ে দেন। বিয়ের মাত্র ১১ দিন পরেই লীনা চন্দভারকরের জীবনে ভূমিকম্প হয়। বন্দুক পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হন তার স্বামী সিদ্ধার্থ। এই দুর্ঘটনার পর সিদ্ধার্থকে অনেক চিকিৎসা করানো হলেও সিদ্ধার্থ মারা যায়।
স্বামীর মৃত্যুর পর লীনা তার পরিবারের সঙ্গে থাকতে শুরু করলেও এ সময় লোকজন তাকে কটূক্তি করত এবং স্বামীর মৃত্যুর কারণ বলে। এসব কটূক্তি শুনে লীনা একবার আত্মহত্যার কথাও ভেবেছিলেন। তারপর চলচ্চিত্রে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
স্বামীর মৃত্যুর পর লীনা তার পরিবারের সঙ্গে থাকতে শুরু করলেও এ সময় লোকজন তাকে কটূক্তি করত এবং স্বামীর মৃত্যুর কারণ বলে। এসব কটূক্তি শুনে লীনা একবার আত্মহত্যার কথাও ভেবেছিলেন। তারপর চলচ্চিত্রে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
'পেয়ার আজনবি হ্যায়' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন লীনা ও কিশোর কুমার। এই ছবির শুটিং চলাকালীন দু'জনেই একে অপরের কাছাকাছি আসেন। কিশোর কুমারের প্রস্তাব দেওয়ার আগে, লীনা খুব খারাপ পর্যায়ে চলে গিয়েছিল। ব্যক্তিগত জীবনের কারণে, তিনি তার কেরিয়ারে খুব বেশি মনোযোগ দিতে পারেননি । একদিন কিশোর কুমার লীনাকে বললেন, 'তুমি যদি জীবনে থিতু হতে চাও, তাহলে সে প্রস্তাব নিয়ে প্রস্তুত'। কিশোর কুমার যেভাবে বলেছিলেন লীনা বুঝতে পারেননি। কিশোর কুমার স্পষ্টই বলেছিলেন যে তিনি তাকে বিয়ে করতে চান। লীনা এই কথা শুনে হতবাক হয়ে যান এবং তিনি তা প্রত্যাখ্যান করেন।
‘পেয়ার আজনবি হ্যায়’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন লীনা ও কিশোর কুমার। এই ছবির শুটিং চলাকালীন দু’জনেই একে অপরের কাছাকাছি আসেন। কিশোর কুমারের প্রস্তাব দেওয়ার আগে, লীনা খুব খারাপ পর্যায়ে চলে গিয়েছিল। ব্যক্তিগত জীবনের কারণে, তিনি তার কেরিয়ারে খুব বেশি মনোযোগ দিতে পারেননি । একদিন কিশোর কুমার লীনাকে বললেন, ‘তুমি যদি জীবনে থিতু হতে চাও, তাহলে সে প্রস্তাব নিয়ে প্রস্তুত’। কিশোর কুমার যেভাবে বলেছিলেন লীনা বুঝতে পারেননি। কিশোর কুমার স্পষ্টই বলেছিলেন যে তিনি তাকে বিয়ে করতে চান। লীনা এই কথা শুনে হতবাক হয়ে যান এবং তিনি তা প্রত্যাখ্যান করেন।
তারপর এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে, লীনার পরিবারের সদস্যরাও তাকে এই অবস্থার জন্য দায়ী বলে মনে করেন। একদিন মুম্বইয়ের রাস্তায় কিশোর কুমারের প্রস্তাব পেয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে ফের কিশোর কুমারকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, আজও যদি তার প্রস্তাব প্রস্তুত থাকে তবে তার দিক থেকে হ্যাঁ। এ কথা শুনে কিশোর কুমারও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেন।
তারপর এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে, লীনার পরিবারের সদস্যরাও তাকে এই অবস্থার জন্য দায়ী বলে মনে করেন। একদিন মুম্বইয়ের রাস্তায় কিশোর কুমারের প্রস্তাব পেয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে ফের কিশোর কুমারকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, আজও যদি তার প্রস্তাব প্রস্তুত থাকে তবে তার দিক থেকে হ্যাঁ। এ কথা শুনে কিশোর কুমারও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেন।
লীনার পরিবার যখন জানতে পারে তাদের মেয়ে কিশোর কুমারকে বিয়ে করতে চলেছে, তখন তারা ব্যাপক ঝামেলা শুরু করে। তিনি লীনাকে অনেক বুঝিয়েছিলেন এবং এমনকি তাকে বলেছিলেন যে তিনি চাইলে অমিত কুমারকে বিয়ে করতে পারেন, কিন্তু কিশোর কুমারকে বিয়ে করতে পারবেন না।
লীনার পরিবার যখন জানতে পারে তাদের মেয়ে কিশোর কুমারকে বিয়ে করতে চলেছে, তখন তারা ব্যাপক ঝামেলা শুরু করে। তিনি লীনাকে অনেক বুঝিয়েছিলেন এবং এমনকি তাকে বলেছিলেন যে তিনি চাইলে অমিত কুমারকে বিয়ে করতে পারেন, কিন্তু কিশোর কুমারকে বিয়ে করতে পারবেন না।
বাবা-মা তাদের মেয়ের দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে রেগে গিয়ে মুম্বই ছাড়তে চান। কিশোর কুমার চাননি তার শ্বশুরবাড়ির লোকজন তার কারণে মুম্বই ছেড়ে চলে যাক। তারপর তিনি লীনাকে তার বাবা-মায়ের বাড়িতে নিয়ে গিয়ে উচ্চস্বরে গাইতে শুরু করেন এবং এই গান শোনার পর রাগ গলে জল হয়ে যায় এবং তাদের সম্পর্ক মেনে নেয় পরিবার৷
বাবা-মা তাদের মেয়ের দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে রেগে গিয়ে মুম্বই ছাড়তে চান। কিশোর কুমার চাননি তার শ্বশুরবাড়ির লোকজন তার কারণে মুম্বই ছেড়ে চলে যাক। তারপর তিনি লীনাকে তার বাবা-মায়ের বাড়িতে নিয়ে গিয়ে উচ্চস্বরে গাইতে শুরু করেন এবং এই গান শোনার পর রাগ গলে জল হয়ে যায় এবং তাদের সম্পর্ক মেনে নেয় পরিবার৷

Viral Video: না আছে হারমোনিয়াম, না কোনও বাদ্যযন্ত্র, বাবা-মেয়ের সুরেলা কন্ঠে সুপার ভাইরাল কিশোর কুমারের গান

#কলকাতা: পরিবার এক আশ্চর্য বন্ধনের জিনিস৷ এখানে কখনও আনন্দ, কখনও দুঃখ মিলিয়ে মিশিয়ে এক আনন্দের আখ্যানকাব্য৷ পরিবার থেকেই শিশুরা নিজেদের প্রথম শিক্ষা পায়৷ মা -বাবা, পরিবারের আরও বড় গুরুজন যাঁরা তাঁরাই প্রথম শিক্ষাগুরু৷ এরকমই  বাবা এবং তার মেয়ের মধ্যে বন্ধনও সেরকমই বিশেষ৷ এই প্রতিবেদন সম্পর্কের গুঢ়তত্ব ব্যাখ্যার জন্য নয়৷ এই প্রতিবেদনে এমন এক ভাইরাল ভিডিও দেখতে পাবেন যা একেবারে মন ছুঁয়ে যাবে৷

 ইন্টারনেট এমনই এক ভার্চুয়াল মিডিয়াম যেখানে আপনার ভিডিও ভাইরাল হতে গেলে আপনাকে সেলিব্রিটিই হতে হবে এমন কোনও কথা নেই৷ মানুষ অর্থাৎ নেটিজেনদের যদি আপনার ভিডিও পছন্দ হয় তাহলেই তা ভাইরাল ভিডিও হয়ে যায়৷  একটি ক্লাসিক বলিউড গানের বাবা-মেয়ের ডুয়েট পারফরম্যান্সের একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও।

 

আরও পড়ুন – Howrah Station: বাপরে বাপ, হাজার -লাখ তো ফেল, ২ কোটি টাকার সোনা ‘এভাবে’ পাওয়া গেল হাওড়া স্টেশনে

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

 

ভিডিওতে কিশোর কুমারের একটি সুপারহিট গান গেয়েছে বাবা ও তাঁর মেয়ে৷ পারফরম্যান্স এতটাই মিষ্টি যে নেটিজেনরা ক্লিপটি শোনার পর লুপে চালিয়ে তার ভিউ বাড়িয়েই চলেছেন। আইপিএস অফিসার অবনীশ শরণ ট্যুইটারে এই গানের ভিডিও শেয়ার করেছেন, ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন বাবা এবং তার মেয়ে বিছানায় বসে আছেন। একেবারেই সাধারণ মধ্যবিত্ত ঘরের ছবি৷  বাপ মেয়ে মিলে গলা খুলে কোনও রকম যন্ত্রানুষঙ্গ ছাড়া দিল্লি কা ঠগ চলচ্চিত্রের সুন্দর ক্লাসিক ‘‘ইয়ে রাতে ইয়ে মৌসম, নদী কা কিনারা ইয়ে চঞ্চল হাওয়া’’ গানটি গাইতে শুরু করেন। কিশোর কুমার এবং আশা ভোঁসলে জুটির গান গেয়েছেন তাঁরা৷

 

আরও পড়ুন – Raj Yog: শনিদেবের চলনে নিজের ত্রিকোণ রাশিতে, রাজযোগে মালামাল হবে চার রাশির জাতক-জাতিকারা

 

ছোট্ট মেয়েটিও এত সুরেলা ভাবে গানটি গেয়েছেন যে তা  শোনার পর আপনিও বাহ বাহ বলা বন্ধ করতে পারবেন না। ক্লিপটি ইতিমধ্যেই প্রায় ৫০ হাজারেরও কাছাকাছি ভিউ পেয়েছে এবং দ্রুত ভাইরাল হচ্ছে৷

নেটিজেনরা মিষ্টি পারফরম্যান্স পছন্দ করেছে৷

 

 

 

 

‘‘ইয়ে রাতে ইয়ে মৌসম, নদী কা কিনারা ইয়ে চঞ্চল হাওয়া’’ গানটি ১৯৫৮ সালে রিলিজ হওয়া সিনেমায় ছিল৷ কিশোর কুমার এবং নূতন অভিনীত, গানটি এখনও সুপারহিট একটি বলিউডের গান৷