কেকেআরকে ‘টাটা’ বলবেন রিঙ্কু সিং! এবার খেলবেন ‘এই’ দলের হয়ে! বড় খবর

কেকেআর আর রিঙ্কু সিং, সম্পর্ক যেন অটুট! এমন মনে করতেন অনেকেই। তবে সেই সম্পর্কে চিড় ধরেছে বলে খবর। রিঙ্কু সিংকে নাকি এবার ছাড়তে চাইছে কেকেআর!
কেকেআর আর রিঙ্কু সিং, সম্পর্ক যেন অটুট! এমন মনে করতেন অনেকেই। তবে সেই সম্পর্কে চিড় ধরেছে বলে খবর। রিঙ্কু সিংকে নাকি এবার ছাড়তে চাইছে কেকেআর!
কেকেআর ম্যানেজমেন্ট দলে খুব একটা পরিবর্তন করে না। তবে এবার শোনা যাচ্ছে, রিঙ্কু সিংকে ধরে রাখার ব্যাপারে ভাবছে না কেকেআর।  আইপিএলের নিলামে ‘রাইট টু ম্যাচ’ কার্ড থাকলে রিঙ্কুকে ধরে রাখতে পারে কলকাতা।  তা না হলে রিঙ্কুর কেকেআরে থাকার সম্ভাবনা ক্রমশ কমছে।
কেকেআর ম্যানেজমেন্ট দলে খুব একটা পরিবর্তন করে না। তবে এবার শোনা যাচ্ছে, রিঙ্কু সিংকে ধরে রাখার ব্যাপারে ভাবছে না কেকেআর। আইপিএলের নিলামে ‘রাইট টু ম্যাচ’ কার্ড থাকলে রিঙ্কুকে ধরে রাখতে পারে কলকাতা। তা না হলে রিঙ্কুর কেকেআরে থাকার সম্ভাবনা ক্রমশ কমছে।
কেকেআরে রিঙ্কুর অবদান প্রচুর। প্রথম বার নিলামে তাঁকে ৮০ লাখ টাকায় দলে নিয়েছিল কেকেআর। এর পর ২০২২ সালের নিলামে তাঁকে আবার ৫৫ লক্ষ টাকায় নেয় কেকেআর। সে বছরই আইপিএলে গুজরাত টাইটান্সের যশ দয়ালের বলে পর পর পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে জেতান রিঙ্কু। সেই পারফরম্যান্সের জেরে তিনি ভারতীয় টি-২০ দলে
কেকেআরে রিঙ্কুর অবদান প্রচুর। প্রথম বার নিলামে তাঁকে ৮০ লাখ টাকায় দলে নিয়েছিল কেকেআর। এর পর ২০২২ সালের নিলামে তাঁকে আবার ৫৫ লক্ষ টাকায় নেয় কেকেআর। সে বছরই আইপিএলে গুজরাত টাইটান্সের যশ দয়ালের বলে পর পর পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে জেতান রিঙ্কু। সেই পারফরম্যান্সের জেরে তিনি ভারতীয় টি-২০ দলে সুযোগ পান।
রিঙ্কুকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আইপিএলে কোন দলের হয়ে খেলতে চান এর পর? তিনি জানিয়েছেন, আরসিবি। কারণ আরসিবিতে বিরাট কোহলি খেলেন।
রিঙ্কুকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আইপিএলে কোন দলের হয়ে খেলতে চান এর পর? তিনি জানিয়েছেন, আরসিবি। কারণ আরসিবিতে বিরাট কোহলি খেলেন।
যদিও জানা যাচ্ছে, আইপিএল নিলামে কেকেআর রিঙ্কুকে দলে না রাখলে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিতে ঝাঁপাতে পারে।
যদিও জানা যাচ্ছে, আইপিএল নিলামে কেকেআর রিঙ্কুকে দলে না রাখলে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিতে ঝাঁপাতে পারে।
রিঙ্কুকে দলে নিতে ঝাঁপাতে পারে লখনউ সুপার জায়ান্টস। তাঁদের দলে এখন একজন ফিনিশারের অভাব। রিঙ্কু সেই অভাব পূরণ করতে পারেন।
রিঙ্কুকে দলে নিতে ঝাঁপাতে পারে লখনউ সুপার জায়ান্টস। তাঁদের দলে এখন একজন ফিনিশারের অভাব। রিঙ্কু সেই অভাব পূরণ করতে পারেন।
গুজরাত টাইটান্সও রিঙ্কুকে দলে নিতে পারে বলে খবর। কারণ, তাঁদের দলেও একজন ফিনিশারের দরকার।
গুজরাত টাইটান্সও রিঙ্কুকে দলে নিতে পারে বলে খবর। কারণ, তাঁদের দলেও একজন ফিনিশারের দরকার।