কেকেআর কে চালান, শ্রেয়স না গম্ভীর - Photo Courtesy- Twitter Video Grab

KKR Team News: দলে অধিনায়ক কি ফাউ নাকি! ‘পুতুলের মতো’ গম্ভীরের কথায় ওঠবস করেন শ্রেয়স, তোলপাড় করা ভিডিও

কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) রবিবার পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার জন্য লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) কে হারিয়ে আইপিএল ২০২৪ প্লে অফে এক পা রেখেছে। কেকেআরের এখন ১১টি ম্যাচে ১৬ পয়েন্ট রয়েছে এবং প্লে অফের জন্য যোগ্যতা অর্জন নিশ্চিত করার জন্য তাদের বাকি লিগ ম্যাচগুলি থেকে শুধুমাত্র একটি জয় প্রয়োজন৷

পয়েন্ট টেবিলের নিচের অর্ধে শেষ হওয়া ২ বারের চ্যাম্পিয়নরা এই মরশুমে অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধীনে একেবারে অন্য ধরণের পারফর্ম করছে৷  তবে শ্রেয়স কী তাঁর যতটা কৃতিত্ব পাওয়ার ততটা লাইমলাইট পাচ্ছেন? না পাচ্ছেন না৷  সেই কৃতিত্বের লাইমলাইট যিনি পাচ্ছেন তিনি প্রাক্তন অধিনায়ক এবং মেন্টর গৌতম গম্ভীর৷  এলএসজি ডাগআউটে দুই মরশুমে কাটিয়ে তাঁর চ্যাম্পিয়ন করে যাওয়া দলে ফের ফিরে এসেই জ্বলওয়া দেখিয়েছেন৷

মেন্টর গম্ভীর কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং চাপের মধ্যে থাকা অধিনায়ক আইয়ার দুজনকেই ট্যাকটিকাল পরামর্শ  দিয়ে যাচ্ছেন৷  শ্রেয়স আইয়ার এই মুহূর্তে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্র্যাক্টেও নেই৷  তাঁর কাজটি রীতিমতো  আশ্চর্য করেছে ফ্যানদের৷  পর্দার আড়ালে থেকে পুরো বিষয়টি পরিচালনা করছেন গম্ভীরই৷ রইল ভাইরাল ভিডিওতে তারই প্রমাণ

গম্ভীর, যিনি কেকেআরকে ২০১২ এবং ২০১৪ তে ২টি আইপিএল শিরোপা জিতিয়েছিলেন৷ তিনিই  তারকা অলরাউন্ডার সুনীল নারিনকে টপ-অর্ডার ব্যাটার হিসাবে খুঁজে এনেছেন৷ তিনিই এই মুহূর্তে কেকেআরের পুরো গাইডিং ফোর্স৷

আরও পড়ুন – ICC T20 World Cup 2024: ‘চোখ বন্ধ করে ভরসা করা যায়’- সেই সেরা ১১-র ব্লু প্রিন্ট আউট

রবিবার, এলএসজি যখন কেকেআর নিকোলাস পুরানকে আউট করে তখন  গম্ভীর আনন্দে ফেটে পড়েছিলেন। এরপরেই, তাঁকে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারকে কৌশলগত সহায়তা পাঠিয়েছিলেন৷

একই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে গম্ভীরের অঙ্গভঙ্গি ফ্যানরা দেখে চমকে গিয়েছিলেন৷

ডাগআউটে গম্ভীরের সঙ্গে কেকেআর আইপিএল ২০২৪-এ সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে, ওপেনার নারিন এবং ফিল সল্ট তাঁদের প্লে অফের দাবিদার করে তুলেছে৷

নারিন এবং সল্ট এই মরশুমে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি বিপক্ষের ক্ষতি করেছে যেখানে  ১১ ম্যাচে যথাক্রমে ৪৬১ এবং ৪২৯  রান করেছে।