Leeds Day 3 : বড় লিড নিয়ে ইনিংস শেষ ইংল্যান্ডের, লিডসে চাপে ভারত

ইংল্যান্ড – ৪৩২
ভারত – ৩৪/১ ( লাঞ্চ)

ইংল্যান্ড এগিয়ে ৩২০ রানে

#লিডস: লিডস টেস্টে তৃতীয় দিন সকালে ইংল্যান্ডকে যত তাড়াতাড়ি সম্ভব আউট করার লক্ষ্য ছিল ভারতের। ৪২৩-৮ স্কোর নিয়ে খেলা শুরু করল ইংল্যান্ড। প্রথম ওভার করলেন মহম্মদ শামি। মহম্মদ শামির প্রথম ওভারেই পরপর দুটি চার মারলেন ওভার্টন। দিনের প্রথম সাফল্য ভারতের। ওভার্টনকে ফেরালেন শামি। চতুর্থ উইকেট হল তাঁর। অলি রবিনসনকে বোল্ড করে দিলেন বুমরা। ৪৩২ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস। মোট ৩৫৪ রানের লিড।

ভারত ব্যাট করতে নামার আগেই লিডসে বৃষ্টি নামল। ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হল। রাহুল এবং রোহিত ওপেন করতে নামলেন। অ্যান্ডারসনদের সামনে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালই করলেন দুই ভারতীয় ওপেনার। যদিও একবার রবিনসনের বলে আম্পায়ার এলবিডব্লিউ আউট দিয়েছিলেন রাহুলকে। রোহিত শর্মার কথায় রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান রাহুল।

তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ তিনি। মধ্যাহ্নভোজের বিরতির আগে ওভারটার্নের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি। দুরন্ত ক্যাচ ধরলেন জনি বেয়ারস্টো। বাঁদিক ঝাঁপিয়ে বলটা তার হাতে আটকে গেল। রাহুলের সংগ্রহ ৮। রোহিত শর্মা অপরাজিত ২৫ রানে। ইংরেজ ফাস্ট বোলাররা নতুন বলটা দারুণ বুদ্ধি করে কাজে লাগালেন।

অতিরিক্ত বাউন্স এবং সুইং বারবার সমস্যা তৈরি করছিল ভারতীয়দের জন্য। কে এল রাহুল নিজেকে হয়তো ক্ষমা করতে পারবেন না। কিন্তু প্রশংসা করতে হবে ইংরেজ পেসারদের। এখন দেখার তিন নম্বরে নেমে ফর্ম হারানো চেতেশ্বর পুজারা কতটা ভরসা দিতে পারেন। আজ তাঁর অগ্নিপরীক্ষা। এই ইনিংসে তিনি ব্যর্থ হলে নিশ্চিতভাবেই বাকি দুই টেস্টে বাদ পড়বেন তিনি।