Kevin prediction : রবিবার ভারতকে গুঁড়িয়ে দেবে মইন, বলছেন কে পি

#লিডস: এমনিতে ভারতীয় ক্রিকেটের বড় ভক্ত তিনি। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে ভারতের মতো গভীরতা অন্য কোন দলের নেই, বহুবার একথা স্বীকার করেছেন কেভিন পিটারসেন। ভারত তার অন্যতম প্রিয় দেশ। প্রাক্তন ইংলিশ ব্যাটসম্যান অবশ্য মনে করেন লিডসে বড় অঘটন না ঘটলে, ভারতের পক্ষে ম্যাচ বাঁচানো মুশকিল। একটা ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। রবিবার অর্থাৎ পঞ্চম দিনে ভারতকে কঠিন পরীক্ষার মুখে ফেলবেন মইন আলি।

পিটারসেন স্পষ্ট জানিয়েছেন হেডিংলিতে চতুর্থ এবং পঞ্চম দিনে বল প্রচন্ড ঘোরে। সেক্ষেত্রে মইন সমস্যা সৃষ্টি করবেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য। অতীতেও মইন ঘূর্ণি উইকেটে ভারতকে সমস্যায় ফেলেছেন। বিশেষ করে রবীন্দ্র জাদেজা, পন্থদের মত বাঁহাতি ব্যাটসম্যানদের পক্ষে ইংরেজ স্পিনারকে সামলানো দুঃসাধ্য হয়ে উঠবে। বলতে অসুবিধা নেই লিডস পিচ বুঝতে ভুল করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। না হলে অবশ্যই অশ্বিনকে এই ম্যাচে নামানো উচিত ছিল। ইশান্ত শর্মার জায়গায়।

এমনিতে ইশান্তকে নিজের চেনা ছন্দে দেখা যায়নি এই ম্যাচে। তাছাড়া বিরাট কোহলি নিজে একেবারেই ফর্মে নেই। যখন একটা দলের অধিনায়ক ম্যাচের পর ম্যাচ নিজে রান করতে পারেন না, তখন দলের ওপর প্রভাব পড়তে বাধ্য। ভারতীয় দল অবশ্য পিটারসেনের ভবিষ্যৎবাণীতে গুরুত্ব দিতে নারাজ।

লিডস টেস্টে ভারতের জেতা সম্ভব নয় মনে করেন বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ। কিন্তু এই ম্যাচ না হেরে ড্র করা সম্ভব হলেও, ভারতের নৈতিক জয় হবে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা কেমন জবাব দেন সেটাই দেখার। দুজন ওপেনিং ব্যাটসম্যান লম্বা খেলতে পারলে, ভারতের টেস্ট ম্যাচ বাঁচানো সম্ভব।