গরমকালে অনেক সময়ই বাড়িতে প্রায় সারা দিনই ফ্যান চালিয়ে রাখতে হয়৷ এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগে, একটানা কতক্ষণ ফ্যান চালানো উচিত?

Ceiling fan tips: কতক্ষণ চলার পর সিলিং ফ্যানের রেস্ট দরকার? বিগড়ে গেলেই কিন্তু গরমে বাড়বে বিপদ

গরমকালে অনেক সময়ই বাড়িতে প্রায় সারা দিনই ফ্যান চালিয়ে রাখতে হয়৷ এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগে, একটানা কতক্ষণ ফ্যান চালানো উচিত?
গরমকালে অনেক সময়ই বাড়িতে প্রায় সারা দিনই ফ্যান চালিয়ে রাখতে হয়৷ এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগে, একটানা কতক্ষণ ফ্যান চালানো উচিত?
কারণ ঘণ্টার পর ঘণ্টা একভাবে চলতে থাকলে ফ্যান ওভারহিট হয়ে ফ্যানের কয়েল পুড়ে যেতে পারে অথবা অন্য কোনও সমস্যাও দেখা দিতে পারে৷
কারণ ঘণ্টার পর ঘণ্টা একভাবে চলতে থাকলে ফ্যান ওভারহিট হয়ে ফ্যানের কয়েল পুড়ে যেতে পারে অথবা অন্য কোনও সমস্যাও দেখা দিতে পারে৷
ফ্যান কেন গরম হয়? ফ্যান চালালে সেটিতে লাগানো মোটর আসলে বিদ্যুৎকে গতিতে পরিবর্তন করে৷ এর ফলেই ফ্যান গরম হতে থাকে৷
ফ্যান কেন গরম হয়? ফ্যান চালালে সেটিতে লাগানো মোটর আসলে বিদ্যুৎকে গতিতে পরিবর্তন করে৷ এর ফলেই ফ্যান গরম হতে থাকে৷
বিশেষজ্ঞদের মতে, সিলিং ফ্যান একটানা চালালে প্রতি ৬ থেকে ৮ ঘণ্টা অন্তর অন্তত এক ঘণ্টা বন্ধ রাখা উচিত৷
বিশেষজ্ঞদের মতে, সিলিং ফ্যান একটানা চালালে প্রতি ৬ থেকে ৮ ঘণ্টা অন্তর অন্তত এক ঘণ্টা বন্ধ রাখা উচিত৷
পর্যাপ্ত বিশ্রাম না পেলে একটানা চলতে চলতে ফ্যান খারাপ হয়ে যেতে পারে৷ এমন কী, ফ্যানের ভিতরের ওয়্যারিংও নষ্ট হয়ে যেতে পারে৷

পর্যাপ্ত বিশ্রাম না পেলে একটানা চলতে চলতে ফ্যান খারাপ হয়ে যেতে পারে৷ এমন কী, ফ্যানের ভিতরের ওয়্যারিংও নষ্ট হয়ে যেতে পারে৷
এর পাশাপাশি, ফ্যান চালানোর সময় বিদ্যুৎ সাশ্রয় করতে ফ্যানের ব্লেডগুলি প্রতি মাসে অন্তত একবার করে পরিষ্কার করুন৷
এর পাশাপাশি, ফ্যান চালানোর সময় বিদ্যুৎ সাশ্রয় করতে ফ্যানের ব্লেডগুলি প্রতি মাসে অন্তত একবার করে পরিষ্কার করুন৷