‘শ্বাস নিতে পারছি না’, ঘাড়ে হাঁটু চেপে পুলিশ! ফ্লয়েডের স্মৃতি ফিরিয়ে ফের কৃষ্ণাঙ্গের মৃত্যু আমেরিকায়

‘শ্বাস নিতে পারছি না’, ঘাড়ে হাঁটু চেপে পুলিশ! ফ্লয়েডের স্মৃতি ফিরিয়ে ফের কৃষ্ণাঙ্গের মৃত্যু আমেরিকায়

আমেরিকা: আমেরিকায় কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুতে শোরগোল৷ পুলিশি নিগ্রহে কৃষ্ণাঙ্গের মৃত্যুর অভিযোগ উঠল৷ ব্যক্তির নাম ফ্র্যাঙ্ক টাইসন৷ ওহিও পুলিশের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই ব্যক্তিকে মাটিতে উপু়ড় করে ফেলে তাঁর ঘাড়ের চেপে ধরেছিল পুলিশ৷

চার বছর আগে পুলিশের হাঁটুর চাপে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়৷ শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন জর্জ ফ্লয়েড৷ টাইসনের ঘটনা সৈই স্মৃতিই উস্কে দিয়েছে৷ ৫৩ বছর বয়সী ফ্র্যাঙ্ক টাইসনকেও হাঁটু দিয়ে চেপে রেখেছে পুলিশ৷ টাইসনকে বারবার বলছিলেন ‘‘আমি শ্বাস নিতে পারছি না’’৷ কিন্তু তা সত্ত্বেও টাইসনকে চেপে ধরে আছেন এক শ্বেতাঙ্গ পুলিশ৷ ভিডিওতে এমনই দেখা দিয়েছে৷

আরও পড়ুন: ছাদে পুড়ছে জলের ট‍্যাঙ্ক, ট‍্যাপ খুললেই বেরোচ্ছে আগুনের মত গরম জল! ৪ সহজ টিপসেই হবে কনকনে ঠান্ডা

ভিডিওতে পুলিশের ‘বডিক্যাম’ বা দেহে লাগানো ক্যামেরাতে ধরা পড়েছে এই ভিডিও৷ ৩৬ মিনিটের ওই ভিডিও ক্লিপ৷ ঘটনার দিন টাইসনের গাড়ি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে৷ এরপর টাইসন পালিয়ে গিয়ে একটি বারে চলে যান৷

এখানেই পুলিশ টাইসনকে পাকড়াও করে৷ তার পরে এক জন হাঁটু দিয়ে টাইসনের ঘাড়ের ঠিক নীচটায় চেপে ধরে। ভিডিয়োয় টাইসনকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমি শ্বাস নিতে পারছি না… আমাকে ছেড়ে দাও… আমার ঘাড় থেকে পা নামাও।’’ পুলিশ অফিসারকে বলে শোনা যায়, ‘‘শান্ত হও, তুমি ঠিক আছো৷’’ পুলিশ উঠে দাঁড়ানোর পরই দেখা যায় টাইসনের সাড়হীন দেহ মাটিতে পড়ে যায়৷ পুলিশ অফিসাররা একে অপরকে শোনা যায়, ‘‘ও বেঁচে আছে তো? শ্বাস নিচ্ছে?’’

হাতকড়া পরানোর ৮ মিনিট পরে হাতকড়া খুলে পুলিশ কৃত্রিম প্রক্রিয়ায় শ্বাসপ্রশ্বাস চালানোর চেষ্টা শুরু করে পুলিশ৷ ঘটনাস্থলে আসেন হাসপাতালের কর্মীরাও৷ টাইসনকে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ টাইসনের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও জানা যায়নি৷ সেখানেই মারা যান তিনি।